আজকের দিনে

উৎসবের দিন কেমন কাটতে চলেছে জানতে চান? তবে জানুন আজকের দিন কেমন যাবে!

Today's Horoscope

The Truth of Bengal : আজ, বুধবার, ১৫ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি

শরীর নিয়ে কষ্ট হতে পারে। সুগারের সমস্যায় ভুগতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ পরিবর্তন। নিজের প্রতিভা প্রকাশের জন্য বিশেষ দিন। আবেগের বসে কোন কাজ করবেন না। বাড়তি কথা বলা এড়িয়ে চলুন। ব্যবসায় চাপ বাড়বে। আর্থিক দিকেও চাপ বাড়বে। পারিবারিক জীবন আনন্দে। পেশাগত ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন।

বৃষ রাশি

শরীরকে অবহেলা করবেন না। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। পড়াশোনার দিকে সচেতন থাকুন। ধর্মীয় আলোচনায় শান্তি পাবেন। কর্মক্ষেত্রে জটিলতা কাটবে। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কর্মে আলস্য আসবে।

মিথুন রাশি

শারীরিক দুর্বলতা বাড়বে। নিজস্ব যান বাহন খুব সাবধানে চালাতে হবে। দাম্পত্য জীবনে সুখের খবর আসবে। উপার্জন নিয়ে ক্ষোভ তৈরি হবে। সংসারের সুখ আসবে। অভাব অনটন কাটবে।

কর্কট রাশি

শরীর মধ্যম প্রকার থাকবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। অতিরিক্ত মাত্রা ছাড়া রাগ নিয়ন্ত্রণ করুন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটালে আনন্দ লাভ করবেন। কর্ম ক্ষেত্রে মিশ্র ফল হতে পারে। কাজে আনন্দ লাভ করবেন।

সিংহ রাশি

স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আগুন থেকে সাবধানে থাকুন। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে। বাবা মায়ের সাথে বিরোধ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সংসারে শান্তি পাবেন। তবে চাকরির স্থানে জটিলতা বাড়বে।

কন্যা রাশি

অতিরিক্ত রাগের কারণে অসুস্থ হতে পারেন। পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বাড়বে।প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। আয় পর্যাপ্ত হবে। সম্মানের দিকে খেয়াল রাখুন। সাবধানে বুঝে কথা বলুন।

তুলা রাশি

শরীর ভালো থাকবে। পড়াশোনায় চাপ বাড়বে। ইচ্ছা পূরণ হওয়ার দিন আজকে। বন্ধুদের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রী অথবা প্রেমিকার সাথে বুঝে কথা বলুন। চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে। আয়ের জন্য দিনটি ভালো।

বৃশ্চিক রাশি

শরীর নিয়ে ভোগান্তি আছে। দাঁতের রোগ কষ্ট দিতে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা হবে। নিজের সুবিধার মতো কাজ করতে হবে। ব্যবসায় বড় কোনো ক্ষতি হতে পারে। বাড়িতে অকারনেই অশান্তির যোগ রয়েছে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক এড়িয়ে চলুন।

ধনু রাশি

শরীর খানিকটা দুর্বল থাকবে। রক্তচাপ বৃদ্ধি পাবে। মানসিক চাপ বাড়বে। চাকরিতে নতুন সুখবর আসতে পারে। আর্থিক ব্যাপারে উন্নতি লক্ষণীয়। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। সংসারের প্রয়োজনে ব্যয় বাড়বে।

১০ মকর রাশি

শরীর নিয়ে ভোগান্তির ফলে কর্ম বাধাগ্রস্ত হবে। পেটের সমস্যার কারণে ভোগান্তি হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে। সহিষ্ণু স্বভাবের কারণে প্রশংসা অর্জন করবেন। সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। প্রিয় মানুষদের কাছে আরও অনেক বেশি ভালোবাসা পাবেন।

১১ কুম্ভ রাশি

শরীর ভালো থাকলেও কোমরের যন্ত্রণা নিয়ে সামান্য সমস্যা হবে। ক্রোধ নিয়ন্ত্রণে আনুন না হলে কর্মে ব্যাঘাত ঘটবে। কাজের চাপে সংসারের সময় কম দেওয়ায় অশান্তি হতে পারে। পড়াশোনার জন্য বাধাগ্রস্থ দিন। অতিরিক্ত অর্থ ব্যয় হবে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। আয় একেবারেই নেই। উল্টে ব্যয় ১০ গুণে বৃদ্ধি পাবে।

১২ মীন রাশি

শরীর যন্ত্রনা দেবে। পেটের সমস্যা বাড়তে পারে। বুকের যন্ত্রণা হতে পারে। নিজের ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন। সন্তান স্থান শুভ। কর্মে জটিলতা থাকলেও সফলতা আছে। ব্যবসায় শুভ সূচনা।

 

FREE ACCESS

Related Articles