১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা
Lady Constable Recuirtment

The Truth of Bengal, Mou Basu: পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার, ১০ সেপ্টেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে West Bengal Police Recruitment Doard এর অফিসিয়াল ওয়েবসাইট “https://prb.wb.gov.in” ।রাজ্য পুলিশের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড সেই ওয়েবসাইটটি হল- https://wbpolice.gov.in।
২টির মধ্যে যে কোনো একটি ওয়েসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রের সিরিয়াল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে অ্যাডমিট কার্ড ওপেন হবে। তারপর অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করে নিতে হবে বা ই-অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নিতে হবে।পরীক্ষার দিন পরীক্ষার্থীকে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আসল পরিচয়পত্র নিয়ে যেতে হবে। ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট দেখাতে হবে।
অ্যাডমিট কার্ডে যে সমস্ত নিয়ম এর কথা বলা হয়েছে সেগুলিকে ভালোভাবে পড়ে মেনে চলতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোন মোবাইল ফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, ডিজিটাল গ্যাজেটস বা পোর্টেবল স্ক্যানার জাতীয় কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না। আরো অনেকগুলি নিয়ম রয়েছে সেগুলিকে ভালোভাবে দেখে নিতে হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি: https://prb.wb.gov.in/uploads/recruitment/169235067067588.pdf