ছাঁটাই জাবি আলন্সো, এল ক্লাসিকো কাছে হারের পরেই কোচ বদল রিয়াল মাদ্রিদের
ফলাফলের অনিয়মিত ধারা এবং ড্রেসিংরুমে মতভেদের খবর সামনে আসতেই জাবির ভবিষ্যৎ নিয়ে জল্পনা জোরদার হয়।
Truth Of Bengal: এল ক্লাসিকোতে হারের ধাক্কা সামলাতে না পেরেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে ছাঁটাই হলেন জাবি আলন্সো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের ২৪ ঘণ্টার মধ্যেই ‘দু’পক্ষের সম্মতিতে বিচ্ছেদ’-এর কথা ঘোষণা করে রিয়াল শিবির। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, জাবির জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদের ‘বি’ দল রিয়াল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়া।কার্লো আন্সেলোত্তির জায়গায় গত বছরের জুন মাসে রিয়ালের কোচের দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন তারকা মিডফিল্ডার জাবি আলন্সো। বায়ার লেভারকুসেনকে সাফল্য এনে দেওয়ার পর তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। শুরুটাও বেশ আশাব্যঞ্জক ছিল। তবে মরসুম এগোনোর সঙ্গে সঙ্গে দলের ছন্দ হারাতে শুরু করে রিয়াল। ফলাফলের অনিয়মিত ধারা এবং ড্রেসিংরুমে মতভেদের খবর সামনে আসতেই জাবির ভবিষ্যৎ নিয়ে জল্পনা জোরদার হয়। স্প্যানিশ সুপার কাপকে কার্যত ‘অক্সিজেন ম্যাচ’ হিসেবে দেখা হচ্ছিল তাঁর জন্য। কিন্তু সেই পরীক্ষায় ব্যর্থ হয় রিয়াল।
রবিবার রাতে সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর শুরুটা ছিল কিছুটা নিষ্প্রভ। ম্যাচের ৩৬ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে জমে ওঠে নাটক। ৪৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অনবদ্য গোলে সমতা ফেরায় রিয়াল। দু’মিনিটের মধ্যেই পেদ্রির পাস থেকে লেভানডস্কির গোল, আবার এগিয়ে যায় বার্সা। তার তিন মিনিট পর গঞ্জালো গার্সিয়ার গোলে ফের সমতায় আসে ‘লস ব্লাঙ্কোস’রা। দ্বিতীয়ার্ধে ম্যাচ কিছুটা ঝিমিয়ে পড়লেও ৭২ মিনিটে রাফিনহার শট আসেনসিওর পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ওই গোলেই ৩-২ ব্যবধানে ম্যাচ ও ট্রফি জিতে নেয় বার্সেলোনা। আর সেই সঙ্গে কার্যত সিলমোহর পড়ে যায় জ়াবির ভবিষ্যতের উপর।সব প্রতিযোগিতা মিলিয়ে জ়াবি আলন্সোর কোচিংয়ে রিয়াল মাদ্রিদ ৩৪টি ম্যাচ খেলেছে।
তার মধ্যে ২৪টিতে জয়, ৪টিতে ড্র ও ৬টিতে হার। লা লিগায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের অবস্থান সপ্তম। তবে ক্লাব ম্যানেজমেন্টের প্রত্যাশামতো ধারাবাহিক সাফল্য না আসায় এবং দলের অন্দরের সমস্যা সামলাতে না পারার অভিযোগেই শেষ পর্যন্ত বরখাস্ত হতে হল তাঁকে।জাবির বিদায়ের পর দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করেছে রিয়াল। দায়িত্ব পাচ্ছেন আলভারো আরবেলোয়া। রিয়ালের প্রাক্তন ডিফেন্ডার আরবেলোয়া ২০১৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালে কোচিং শুরু করেন। প্রথমে ছিলেন ক্লাবের যুব অ্যাকাডেমিতে, পরে ২০২৫ সালে রিয়াল কাস্তিয়ার কোচ হন। এবার সিনিয়র দলের দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর কাঁধে। রিয়াল সমর্থকদের আশা, নতুন কোচের হাত ধরে আবার ঘুরে দাঁড়াবে ইউরোপের সফলতম ক্লাবটি।






