রাজ্যের খবর

ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যা, যুবকের মৃত্য়ুতে উলুবেড়িয়ায় শোকের ছায়া

বেশ কয়েকবার চেষ্টা করেন ভুল সংশোধনের এবং নানা জায়গায় যান। কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব হয়নি এবং তাতেই ভয়তে ছিলেন জাহির।

Truth Of Bengal: আবারও এসআইআর আতঙ্কে রাজ্যে আত্মঘাতী হওয়ার অভিযোগ। এবারের ঘটনাস্থল হাওড়া জেলার উলুবেড়িয়া। নথিতে নাম ভুল থাকায় চিন্তায় ভুগছিলেন বছর ৩০এর এক যুবক। মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার হয় ঘর থেকে। শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মৃত যুবকের বাড়িতে যান এবং পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।

জানা গিয়েছে, মৃত যুবক হাওড়ার উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা জাহির মাল। তাঁর নাম নেই ২০০২ সালের ভোটার লিস্টে। যদিও কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে তেমনটা যদি হয়ে থাকে, তাহলে গ্রহণযোগ্য অন্য ১১টি নথি। জানা যাচ্ছে, তার মধ্যে কোনও একটিতে তাঁর নামের বানান ভুল ছিল। বেশ কয়েকবার চেষ্টা করেন ভুল সংশোধনের এবং নানা জায়গায় যান। কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব হয়নি এবং তাতেই ভয়তে ছিলেন জাহির।

মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায় তাঁর ঘর থেকে। পরিবারের অভিযোগ, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এতটাই আতঙ্কে তিনি ছিলেন যে আত্মহত্যা করেন। একই অভিযোগ ঘাসফুল শিবিরেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মৃত জাহিরের বাড়ি যান মন্ত্রী পুলক রায় এবং পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। ঘটনাকে কেন্দ্র করে দুঃখের কালো মেঘ ঘিরেছে গোটা পরিবারকে।

রাজনৈতিক মহলের মতে যেভাবে একের পর এক আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটছে এসআইআর আতঙ্কে, এর বিশ্রী প্রভাব পড়বে বঙ্গ বিজেপির ভোটের উপর। ওয়াকিবহাল মহলের মতে এর জন্য বড় মাশুল দিতে হতে পারে গেরুয়া শিবিরকে। শুধু তাই নয়, অনেকে এমনটাও মনে করছেন যে বিজেপি নিজেদের দখলে থাকা আসনগুলিও হারাতে পারেন এর জেরে।

Related Articles