সন্ধ্যা নামলেই ‘হুক্কা হুয়া’! জঙ্গলে বেড়েছে সোনালী আর ধূসর শিয়ালের আনাগোনা, তৎপর বনদফতর
বন্যপ্রাণীদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে বনদফতর
Truth Of Bengal: দিন গড়িয়ে সন্ধ্যা নামলেই যেন নতুন করে জেগে উঠছে দুর্গাপুর ও উখড়া বনাঞ্চল। গভীর জঙ্গল থেকে ভেসে আসছে সোনালী এবং ধূসর শিয়ালের ‘হুক্কা হুয়া’ ডাক, যা এলাকার আদিবাসী গ্রামগুলিতে চাপা আতঙ্ক সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে এই বন্যপ্রাণীদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে বনদফতর। (Durgapur)
বনদফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের ঘনত্ব বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে শিয়ালসহ অন্যান্য বন্য জীবজন্তুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা পরিবেশের জন্য একটি আনন্দের বিষয়। তবে এর ফলস্বরূপ, জঙ্গলের পাশে অবস্থিত সারি সারি আদিবাসী গ্রামগুলিতে সন্ধ্যা নামলেই শিয়ালের দল ঢুকে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, কখনও গোয়ালঘর থেকে হাঁস-মুরগি উধাও হচ্ছে, আবার কখনও ছাগলও নিয়ে যাচ্ছে শিয়াল। (Durgapur)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
স্থানীয় বাসিন্দা গোপাল মুর্মু এই বিষয়ে বলেন, “কিছুদিন আগেই পাড়া থেকে শিয়াল মুরগি নিয়ে চলে গেল। সন্ধ্যার পর থেকেই এরা গ্রামে ঘোরাঘুরি করে। এমনকি দুপুরে যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখনও শিয়ালের দল বাড়ির উঠানে চলে আসে।” (Durgapur)
পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে বনদফতর। দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, কারও যেন কোনও ক্ষতি না হয়, সেজন্য এলাকায় বনকর্মীদের টহল বাড়ানো হয়েছে। এছাড়াও বসতি এলাকায় প্রচার চালানো হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে। তিনি বলেন, “কারো যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই জন্য আমাদের বিশেষ নজরদারি চলছে।”
তবে একইসঙ্গে রেঞ্জার বন্যপ্রাণীদের উত্ত্যক্ত না করার জন্য গ্রামবাসীদের কাছে আবেদন জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, গ্রামে ঢুকে হাঁস-মুরগি ছিনিয়ে নিয়ে যাওয়ার দু-একটি ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
জঙ্গলের ঘনত্ব বৃদ্ধি এবং বন্যপ্রাণীদের সংখ্যা বৃদ্ধি ইতিবাচক হলেও, মানুষের নিরাপত্তা বজায় রাখতে এবং প্রাণীগুলিকে সুরক্ষিত রাখতে বনদফতর নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে। (Durgapur)






