রাজ্যের খবর

NH-10: পর্যটকদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত, ফের বন্ধ করে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক

নতুন করে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।

Truth of Bengal: ফের একবার বন্ধ করে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক। মূলত রাস্তার বেহাল দশার কারণেই জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন করে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ। বৃহস্পতিবার রাস্তা সংস্কারকারী সংস্থা এনএইচ-আইডিসিএল একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আপাতত নিরাপত্তার কারণে ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে ১২ ঘণ্টা (NH-10)।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশের পাঠ্য বই থেকে বাদ রবীন্দ্র রচনা! দায় এড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

আর এই নির্দেশিকা জারি হতেই বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল। ইতিমধ্যে সমস্ত গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, নতুন করে বৃষ্টি না থাকলেও পাহাড় থেকে পাথর পড়েই যাচ্ছে প্রতিনিয়ত। ধসপ্রবণ এলাকায় যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে (NH-10)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, বেশ কয়েকদিন একটানা ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে মেরামতির পর তা খুলে দেওয়া হয়েছিল। তবে নতুন করে এদিন ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অপরদিকে কিছুটা হলেও চিন্তায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা (NH-10)।

Related Articles