দেশ

উত্তরপ্রদেশের পাঠ্য বই থেকে বাদ রবীন্দ্র রচনা! দায় এড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

এবার এই নিয়ে সংসদে প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রকে।

Truth Of Bengal: উত্তরপ্রদেশ শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তক (Textbook Controversy) থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বাদ পড়ায় সোচ্চার হয়েছেন দেশের শিক্ষানুরাগী মানুষ। এবার এই নিয়ে সংসদে প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রকে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী রাজ্যসভায় কার্যত দায় এড়িয়ে গেলেন।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, উত্তরপ্রদেশ শিক্ষা বোর্ডের স্কুল পাঠ্যপুস্তকের দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বাদ দেওয়া হয়েছে কিনা এবং যদি তাই হয়, তাহলে তার কারণ কী? উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেন, জাতীয় শিক্ষা নীতি (এনইপি), ২০২০, এবং পরবর্তীকালে এনসিইআরটি কর্তৃক প্রণীত জাতীয় স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো (এনসিএফ-এসই), ২০২৩, জাতীয় স্তরে পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের জন্য বিস্তৃত নির্দেশিকা নীতি প্রদান করে।

এনসিইআরটি পাঠ্যপুস্তকগুলি এই কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। এনইপি, ২০২০ এর অনুচ্ছেদ ৪.৩২ এ বলা হয়েছে যে, রাজ্যগুলি তাদের নিজস্ব পাঠ্যক্রম প্রস্তুত করবে (যা যতদূর সম্ভব এনসিইআরটি দ্বারা প্রস্তুত এনসিএফএসই-এর উপর ভিত্তি করে হতে পারে এবং পাঠ্যপুস্তক (Textbook Controversy) প্রস্তুত করবে (যা যতদূর সম্ভব এনসিইআরটি পাঠ্যপুস্তক উপকরণের উপর ভিত্তি করে হতে পারে)। প্রয়োজন অনুসারে রাজ্যের বিষয়বস্তু ও উপাদান অন্তর্ভুক্ত হবে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, যেহেতু শিক্ষা সংবিধানের সমকালীন তালিকার একটি বিষয়, তাই রাজ্য বোর্ডের অধীনে স্কুলগুলির জন্য পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক তৈরির বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। অতএব, উত্তর প্রদেশ শিক্ষা বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে (Textbook Controversy) রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নির্দিষ্ট সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপর নির্ভর করে। কার্যত কেন্দ্রীয় সরকার সমস্ত দায় এড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বাদ পড়া সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ সরকারের ঘাড়ে চাপিয়েছেন মন্ত্রী। বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকারের শিক্ষা সিলেবাসে কিভাবে রবীন্দ্রনাথ বাদ পরে তা নিয়ে বিতর্ক থেকেই যায়। এই নিয়ে ক্ষুব্ধ দেশের বিশিষ্টজনেরা।

Related Articles