রাজ্যের খবর

ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র! পুলিশের জালে ধৃত ব্যক্তি

Firearms recovered in Domkal! The person arrested by the police

Truth of Bengal: মুর্শিদাবাদ জেলার ডোমকলে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে আমিনাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি দেশী আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রকাশ প্রামাণিক ওরফে কালু (৪২)। সে নদীয়া জেলার শিশা হালদারপাড়া এলাকার বাসিন্দা। ডোমকল থানা সূত্রে খবর, বহুদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। শুক্রবার রাতে তার ডোমকলের আমিনাবাদ এলাকায় আগমন ও আগ্নেয়াস্ত্র বহনের খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ।

এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশী তৈরি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ। কী উদ্দেশ্যে সে ডোমকলে এসেছিল, কার সঙ্গে তার যোগাযোগ ছিল, কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল — এসব বিষয়েই এখন তদন্ত চালাচ্ছে ডোমকল থানার পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হবে এবং সেখানে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। তদন্তে ধৃত প্রকাশ প্রামাণিকের সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কি না, বা বড় কোনও ষড়যন্ত্রের অংশ সে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি সন্দেহজনক কিছু দেখতে পান, তাহলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য আবেদন জানানো হয়েছে।

Related Articles