বিনোদন

শাহরুখের ‘কিং’-এ ফের চমক, এবার জুড়ল রানির নাম!

Another surprise in Shah Rukh's 'King', this time Rani's name has been added!

Truth Of Bengal: বলিউডের বাদশা শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। এই ছবি দিয়েই মেয়ে সুহানা খান বিগ স্ক্রিনে এন্টি নেবেন। ছবিতে বাবা-মেয়ের জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। বাবা মেয়ের জুটি ছাড়াও ছবির কাস্টিং এ রয়েছে একের পর এক চমক। ইতিমধ্যেই ছবির সঙ্গে জুড়েছে দীপিকা পাড়ুকোন থেকে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন আরশাদ ওয়ার্সি থেকে জ্যাকি শ্রফ, অনিল কাপুরের নামও। এবার নাম জুড়লো রানি মুখোপাধ্যায়ের। সূত্রের খবর, ‘কিং’ ছবিতে ক্যামিও নয়, বলা যায় ‘এক্সটেন্ডেড ক্যামিও’ করবেন রানি। তবে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি ছবির নির্মাতাদের তরফে।

একটা সময় বলিউডের হিট জুটি ছিলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। তাদের জুটি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে বিগত ১৭ বছর ধরে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তবে ‘কিং’ ছবিতে রানির উপস্থিতি সত্যি হলে দীর্ঘ ১৭ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে দু’জনকে।

উল্লেখ্য, ‘কিং’ ছবির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছে, দীপিকাকে শাহরুখের নায়িকার ভূমিকায় দেখা যাবে। ছবিতে প্রযোজনায় রেড চিলিজ। সব ঠিক থাকলে মে মাসে ছবির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ছবি ‘কিং’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। প্রথমবার পর্দায় কন্যা সুহানার সঙ্গে একফ্রেমে দেখা যাবে শাহরুখকে। এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন।

সূত্রের খবর, আগামী জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হবে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে এই ছবি। সবমিলিয়ে ছবিতে তাবড় তারকাদের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Related Articles