চাকরি

আসানসোল জেলা হাসপাতালে হাউজ স্টাফ পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Recruitment for the post of House Staff in Asansol District Hospital, how to apply

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম বর্ধমানের আসানসোলের জেলা হাসপাতালে বিভিন্ন বিভাগে হাউজ স্টাফ নিয়োগ করা হবে। ২৮ মে দুপুর ১২টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ১০টি শূন্যপদ। স্টাইপেন্ড মিলবে প্রতি মাসে। আসানসোল জেলা হাসপাতালের ডিএনবি সেমিনার হলে ২৮ মে দুপুর ১২টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, স্ত্রীরোগ, শিশুরোগ, অ্যানেসথেজিওলজি, অর্থোপেডিক, রেতিওলজি, ডার্মাটোলজি, ইএনটি, অঙ্কোলজি বিভাগে হাউজ স্টাফ নিয়োগ করা হবে। স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সংশ্লিষ্ট চাকরির বিজ্ঞাপন বের করে নেবেন। আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন। পূরণ করে নিন। ৩টি পছন্দের বিভাগ বেছে নিন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এমবিবিএস পরীক্ষার সব মার্কশিট, অনার্স ও গোল্ড মেডেলের প্রমাণ, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্র, ইন্টার্নশিপ শেষ করার সার্টিফিকেট, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের মেডিক্যাল রেজিস্ট্রেশন ও এমবিবিএস পরীক্ষার চান্স সার্টিফিকেটের আসল কপি কাউন্সেলিংয়ের সময় দেখাতে হবে।

Related Articles