কলকাতা

শহর কলকাতায় ফের রহস্যমৃত্যু! বাগবাজারে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধদগ্ধ দেহ

Mysterious death in Kolkata! Half-burnt body of unidentified man recovered in Bagbazar

Truth of Bengal: কলকাতার বুকে ফের রহস্যমৃত্যুর ঘটনা। শনিবার সকালে বাগবাজারের নিবেদিতা লেনের একটি নির্মীয়মাণ বহুতলের নিচতলা থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ দেহটি দেখতে পান স্থানীয়রা। তখনও আগুনের ধোঁয়া বের হচ্ছিল চারপাশে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। শ্যামপুকুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করে দেহে আগুন লাগানো হয়েছে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। তবে এটি আত্মহত্যা কি না, তা এখনও স্পষ্ট নয়। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়েও রহস্য রয়েই গেছে।

শুধু বাগবাজার নয়, তার একদিন আগেই, শুক্রবার, একই ধরনের ঘটনা ঘটে দমদম ক্যান্টনমেন্টের জ্যোতিনগরে। এক নম্বর রেলগেটের কাছে একটি বস্তা থেকে উদ্ধার হয় এক তরুণীর অর্ধদগ্ধ দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তাঁকেও খুন করে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পেছনে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

পরপর এই দুই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—এই দুটি ঘটনার রহস্য ভেদ করা এবং অপরাধীদের গ্রেপ্তার করা। তদন্ত চলছে পুরোদমে।

Related Articles