বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ফিরলেন ক্যামরন গ্রিন
Australia announces World Test Championship squad, Cameron Green returns to the team

Truth Of Bengal:আগামী ১৫ জুন থেকে থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের এই মেগা লড়াইয়ের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চোট-আঘাতের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন অজি ক্রিকেটার ক্যামরন গ্রিন। চোট সারিয়ে সুস্থ হতেই এই অজি ক্রিকেটার ফের জায়গা করে নিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষে কোমরের চোটের জায়গায় অস্ত্রোপচার হয় গ্রিনের। তারপর থেকেই মাঠের বাইরে তিনি। এমনকি আইপিএল-র আসরেও খেলতে পারেননি। তবে বর্তমানে গ্রিন কাউন্টিতে খেলছেন। এবং সেখানে তাঁর দল গলুচেস্টায়ারের হয়ে শতরানও হাঁকিয়েছেন তিনি। সূত্রের খবর, গ্রিন ব্যাটিংয়ে ছন্দে ফিরলেও বোলিং এখনও শুরু করেননি। তবুও তাঁর ওপর ভরসা করেই গ্রিনকে দলে ফিরিয়েছেন অজি ক্রিকেট কর্তারা।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো হাইভোল্টেজ একটা টুর্নামেন্টে গ্রিনের মতে ক্রিকেটারের দলে অন্তর্ভূক্তি অস্ট্রেলিয়া দলকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে গ্রিন ছাড়াও এই দলে জায়গা রয়েছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, হ্যাজালউডের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার পাশাপাশি একই দিনে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন-ও। অনেকেরই আশঙ্কা ছিল যে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা দলে দেখা যাবে কি না কাগিসো রাবাডাকে। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অপরাধে রাবাডাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু গত ৩ মে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাঁকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে প্রোটিয়াদের দলে জায়গা পেয়েছেন লুঙ্গি এনগিডি। দীর্ঘ ৯ মাস পরে আবার তিনি জাতীয় দলে ফিরলেন। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন টেম্বা বাভুমা।
এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত দুই দল-
অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামরন গ্রিন, জস হ্যাজালউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাওজা, স্যাম কনস্টাস, ম্যাথু খুনেমান, লাবুশানে, নাথাম লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ওয়েবস্টার এবং রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলে রয়েছেন ব্যান্ডন ডগেট।
দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বোস, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মুথুসামি, লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন, রাবাডা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্তাবস, কাইল ভেরেইন।