বুদ্ধপূর্ণিমায় ব্লু লাইনে কম মেট্রো, পার্পল লাইনে বাড়ছে সংখ্যা
Fewer metro rides on Blue Line on Buddha Purnima, increasing on Purple Line

Truth Of Bengal: সোমবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে কম মেট্রো চালাবে কলকাতা মেট্রো। শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন ব্লু লাইনে ২৬২টির বদলে চলবে ২৩৬টি মেট্রো। সকালে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলবে সকাল ৬টা ৫০ মিনিট থেকে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে।
শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাবে রাত ৯টা ২৮ মিনিটে এবং কবি সুভাষ থেকে দমদম রুটে শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটে চলবে বিশেষ রাত্রিকালীন মেট্রো।
অন্যদিকে, পার্পল লাইনের জোকা-মাঝেরহাট রুটে আগামী ১৩ই মে থেকে মেট্রোর সংখ্যা বাড়ছে। এখন যেখানে ৪০টি মেট্রো চলে, সেখানে মঙ্গলবার থেকে চলবে মোট ৬২টি মেট্রো। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৭টা ৫৭ মিনিটে, জোকা থেকে ছাড়বে সকাল ৮টায়। শেষ মেট্রো দু’প্রান্ত থেকেই রাত ৮টায়। শনিবার ও রবিবার এই রুটে পরিষেবা আগের মতোই বন্ধ থাকবে। গ্রিন লাইন ১, গ্রিন লাইন ২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে অন্য সব পরিষেবা থাকবে স্বাভাবিক।