
Truth Of Bengal: আর মাত্র কিছুক্ষণ বাকি। তারপরই লখনউ-র একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলর গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ-র মুখোমুখি হবে মুম্বই। সেই ম্যাচে ঋষভ পন্থদের মুখোমুখি হওয়ার আগেই, রোহিত বনাম জাহিরের কথোপকথন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই ভিডিও বার্তায় মুম্বই ব্যাটার জাহিরকে বলেন, ‘জো করনা থা ম্যানে কিয়া। মুঝে অব করনে কি জরুরত নেহি হ্যায়।’ অর্থ্যাৎ ‘হিটম্যান জাহিরকে সরণ করিয়ে দেন, ‘যা করেছি, অনেক করেছি, এখন আর কিছু করার দরকার নেই।’
Q: For how long are you going to watch this reel? 😍
A: Haaanjiiii 🫂💙#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #LSGvMI pic.twitter.com/e2oxVieoz2
— Mumbai Indians (@mipaltan) April 3, 2025
অবশ্য এমন মন্তব্য রোহিতের কাছে নতুন কিছু নয়। এর আগে গত বছর রোহিত ও অভিষেক নায়ারের একটি ভিডিও বার্তা ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সময় অভিষেক শর্মাকে রোহিত বলেছিলেন, ‘ইয়ে মেরা লাস্ট হ্যায়’। যা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছিলেন মুম্বই ভক্তরা।
তাঁরা ভেবেছিলেন, রোহিত হয়ত অন্য কোনও দলে যোগ দেবেন। কিন্তু না! রোহিত যাননি কোথাও। রোহিত থেকে গিয়েছিলেন তাঁর পুরনো দল মুম্বইতেই। জাহিরের সঙ্গে কথা বলার সময় উপস্থিত হন পন্থও। পিছন থেকে হিটম্যানকে জড়িয়ে ধরে পন্থের আবদার কি ছিল তা অবশ্য জানা যায়নি। তবে দুজনের বন্ধুত্ব যে আজও অটুট সে কথা প্রমাণ করে দিয়েছে বারংবার।