ইদের আগে উপহার সামগ্রী হাতে তৃণমূল কংগ্রেস
West Burdwan district Trinamool Congress with gifts ahead of Eid

Truth Of Bengal: দুর্গাপুর পশ্চিম বিধানসভার ২৮ টি মসজিদের ইমামদের হাতে ইদ উপলক্ষে উপহার তুলে দেওয়া হলো পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । মাননীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে দুর্গাপুর পশ্চিম বিধানসভার সকল অঞ্চলের মুসলিম মায়েদের হাতে শাড়ি লুঙ্গি বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়াও ইমামদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
আজ তার শুভারম্ভ হলো। আজ দুর্গাপুর পশ্চিমে ব্লক নেতৃত্বের মাধ্যমে, দুর্গাপুর জেলা অফিসে সকল ইমামদের হাতে ইফতার উপলক্ষে আর্থিক অনুদান তুলে দেওয়া হলো মসজিদ কমিটিগুলির হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর দুই নম্বর ব্লকের সভাপতি উজ্জল মুখার্জি, দুর্গাপুর তিন নম্বর ব্লকের সভাপতি ভীম সেন মন্ডল, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড মেম্বার রাখি তেওয়ারি, ধর্মেন্দ্র যাদব সহ দুর্গাপুরে তিনটি ব্লকের সংখ্যালঘু ব্লক সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই, পশ্চিম বর্ধমান জেলার যে তিনটি বিধানসভা ২০২১ সালে পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস বিধানসভা গুলি বিশেষভাবে মাঠে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই সাধারণ মানুষের পুজো হোক বা ইদ কোন কিছুতেই জনসংযোগের খামতি নেই শাসক দলের।