দেশ

সাইবার হুমকির বিষয়ে গোয়েন্দা তথ্য আদানপ্রদান করবে ভারত-আমেরিকা

India-US to share intelligence on cyber threats

Truth Of Bengal: ভারত-আমেরিকার সম্পর্ক আরও জোরাল হল। একদিকে যখন বেঙ্গালুরুতে মার্কিন দূতাবাস খুলল, তখন ওয়াশিংটন ডিসিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সাইবার হুমকি এবং অপরাধ তদন্তে সহযোগিতা বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করল। শুক্রবার বেঙ্গালুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ভারতের এই পঞ্চম মার্কিন দূতাবাস যে আগামী দিনে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে সেনিয়ে সহমত পোষণ করেন তাঁরা। ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন জয়শংকর। তার আগে এই দূতাবাস খুলে যাওয়া খুশি দুই দেশই।

এর আগে চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা ও মুম্বইয়ে মার্কিন দূতাবাস ছিল। বেঙ্গালুরুতে আর একটি খোলা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল দু’দেশের মধ্যে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল শুক্রবার। তবে দূতাবাসের উদ্বোধন হলেও আপাতত এখান থেকে মার্কিন ভিসা দেওয়া চালু হচ্ছে না। তবে এনিয়ে আশার আলো দেখিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। তিনি বলেন, ‘এই দূতাবাস ভারত-আমেরিকা বন্ধুত্বের অন্যতম মাইলফলক। আমি আরপিও (আঞ্চলিক পাসপোর্ট অফিস)-এর পরিসংখ্যান খতিয়ে দেখে জানতে পেরেছি, গত এক বছরে বেঙ্গালুরু থেকে ৮ লক্ষ ৮৩ হাজার পাসপোর্ট ইস্যু হয়েছে। যাঁদের মধ্যে অনেকেই আমেরিকা যাওয়ার আবেদন জানিয়েছেন। ভ্রমণের ক্ষেত্রে সকলের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আমি আমেরিকা সফরে গিয়ে এনিয়ে কথা বলব, যাতে দ্রুত এখান থেকে ভিসা দেওয়া শুরু হয়।’

এদিকে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সাইবার হুমকি এবং অপরাধ তদন্তে সহযোগিতা বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ক্রিস্টি এ ক্যাঙ্গালো ওয়াশিংটন ডিসিতে সাইবার অপরাধ তদন্তের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন রনধীর জয়সওয়াল। এই চুক্তির আওতায় সাইবার হুমকির বিষয়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ডিজিটাল ফরেনসিক তদন্তে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে।

Related Articles