অফবিটদেশ

আটবার ওল্টাল গাড়ি, বরাত জোরে জীবন বাঁচার পর চাইলেন চা! ভাইরাল ভিডিও

Car overturned eight times, Barat saved his life by force, asked for tea! Viral video

Truth Of Bengal: অলৌকিক ঘটনার সাক্ষী রইল রাজস্থান। কথায় বলে, ‘রাখে হরি মারে কে’ সেই কথা আরও একবার প্রমাণ করল এই ঘটনা। ২০ ডিসেম্বর রাজস্থানের নাগৌরে একটি এসইউভি গাড়ি আটবার উল্টে যায়। ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পাঁচজন। কিন্তু মজার বিষয় আটবার গাড়ি উল্টে গিয়েও অলৌকিকভাবে তারা অক্ষত রয়েছেন। শুধু তাই নয় গাড়িতে থাকা ব্যক্তিরা গাড়ি থেকে বেড়িয়ে কোন রকম সাহায্য চাওয়ার পরিবর্তে সামনে থাকা একটি দোকানে গিয়ে চা খেতে চান। আর সেই ভিডিও রীতিমত ভাইরাল।

ঘটনার দিন নাগৌর শহরের বিকানের রোডে চালক যখন বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে গাড়িটি উল্টে যায়, গাড়ির এক দিকে আগুনও লাগে। সে সময় প্রথমে চালক গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যায়, পরে বাকি চারজনও।

ওই শোরুমের শচীন ওঝা নামক এক কর্মচারী জানান, উল্টে যাওয়া গাড়ি থেকে নেমে ওই পাঁচজন হেঁটে শোরুমে এসে চা খেতে চান। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি বেশ কয়েকবার উল্টে গিয়েছে, আর SUV-এর কিছু অংশ আগুনে পুড়ে গেছে।

Related Articles