আন্তর্জাতিক

এবার এআই ইঁদুর বানিয়ে তাক লাগাল চিনের এক সংস্থা

Now a Chinese company has created an AI mouse and put it on the shelves

Truth Of Bengal: যত দিন এগোচ্ছে বেড়েই চলেছে এআই এর ব্যবহার। এ আই রোবর্ট ব্যবহার করে মানুষ এখন ক্যাফে থেকে শুরু করে নানা শিক্ষণীয় প্রতিষ্ঠান চালাচ্ছে। এবার আর কিছু না, শেষমেশ তৈরি করা হল এআই ইঁদুর। শুনে অবাক হলেও এমনটাই বাস্তবে করে দেখাল চীনের বেইজিং এর ইনস্টিটিউট অফ টেকনোলজি। তৈরি করল রোবটিক ইঁদুর ।

এই সংস্থার এক গবেষকের কাছ থেকে জানা গেছে এই রোবটের চেহারা আর চলাফেরা পুরো সত্যিকরের ইঁদুরের মতো। এমনকি ইঁদুরের গা দিয়ে যে গন্ধ পাওয়া যায় সেই একই গন্ধ পাওয়া যায় এইউ রোবটিক ইঁদুরের গন্ধেও। এই এ আই ইঁদুরেও আছে দুটি চোখ, একটি বায়োনিক মেরুদণ্ড, দুটি ছোট ছোট হাত। মূলত ইঁদুররে আচরণ ট্রেস করতেই বানানো হয়েছে এই রোবটিক ইঁদুর। আসলে ইঁদুরেরা নিজের ছোট ছোট হাত দিয়ে খাবার খোঁজে, তাই এই সংস্থার পক্ষ থেকেও রোবটিক ইঁদুরের মধ্যে রাখা হয়েছে দুটি ছোট হাত।

এছাড়াও ওই ইঁদুর যাতে সত্যি ইঁদুরের মতো জোরে দৌড়তে পারে তার জন্য তার পায়ের কাছে বসানো হয়েছে চাকা। গবেষকরা ওই এআই ইঁদুরকে ৩ ঘণ্টা একটি আসল ইঁদুরের সঙ্গে রেখে পর্যবেক্ষণ করে দেখেছে। পরে দেখা যায় নকল ইঁদুর কে আসল ইঁদুর ভাবে দুজনে মিলে খুনসুটি করছিল। অন্যদিকে লাভ হচ্ছে এটাই যে এ আই ইঁদুর আসল ইঁদুরের সাথে থেকে তার নকল করা শিখছে।

শেষমেশ গবেষকদের পর্যবেক্ষণের মূল কারণ ছিল আসল ইঁদুরের সাথে নকল ইঁদুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় কিনা সেটা দেখা। পরীক্ষার পর দেখা যায় রোবটিক ইঁদুর বা আসল ইঁদুর কেউ একে অপরকে আক্রমণ করেনি। এই পর্যবেক্ষণ এ আই প্রযুক্তির ক্ষেত্রে এক বড় সাফল্য বলে মনে করছেন গবেষকরা। এবার থেকে এটা প্রমাণিত হল যে রোবটের মাধ্যমে এবার প্রাণীদের আচরনব বোঝা যাবে।