Truth Of Bengal, Mou Basu : ধনতেরাস অর্থাত্ ধনবর্ষা উত্সব। দীপাবলির আলোয় নিজের জীবন আলোকিত করার পাশাপাশি জীবনে যাতে ধন বা অর্থের কোনো অভাব না হয় তার জন্য ধনতেরাস উত্সব পালন করা হয়। কার্তিক মাসের অমাবস্যায় দ্বীপান্বিতা কালীপুজো অনুষ্ঠিত হয়।পঞ্জিকা মতে দশেরার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। দীপাবলি উৎসবের প্রথম দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সাড়ম্বরে উদ্যাপন করা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী বা ধন্বন্তরি ত্রয়োদশী।সংসারের ধন, সমৃদ্ধি, সৌভাগ্য আর সুস্বাস্থ্যের কামনায় ধনতেরাসের দিন মালক্ষ্মীর পাশাপাশি ধনসম্পদের দেবতা কুবেরদেবকে পুজো করা হয়।
মূলত অবাঙালিদের উৎসব হলেও ধনতেরাস এখন হইহই করে ঢুকে পড়েছে বাঙালি সংস্কৃতিতেও। অবাঙালিরা কুবের দেবতাকে প্রসন্ন করার উদ্দেশ্যে রুপোর ঠাকুরের বাসন, কয়েন কেনে। বাঙালিদের অবশ্য ঝোঁক সোনা কেনার দিকে। সম্পদ বাড়ার আশায় ধনতেরাসের শুভ মুহূর্তে মা লক্ষ্মী আর কুবের দেবতাকে একসঙ্গে পুজো করা হয়। এবছর ২৯ অক্টোবর পড়েছে ধনতেরাস। এবছর ত্রয়োদশী তিথি ২৯ অক্টোবর সকাল ১০টা ৩১ মিনিট থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর বেলা ১টা ২৭ মিনিট পর্যন্ত থাকবে। ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩১ থেকে রাত ৮টা ১৩ মিনিট পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত।