রাজ্যের খবর

কান্দিতে প্রচার বন্ধ করে কৃতী ছাত্রীর বাড়িতে উপস্থিত ইউসুফ পাঠান!

The Truth Of Bengal, সুদীপ রায়, মুর্শিদাবাদঃ নির্বাচনী প্রচার বন্ধ করে নিজে বাইক চালিয়ে কান্দিতে মাধ্যমিকে কৃতী ছাত্রীর বাড়ি গিয়ে সম্বর্ধনা জানালেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান।

নিজের নির্বাচনী ক্ষেত্র কান্দির বিভিন্ন এলাকায় ভোটপ্রচার করছেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মণীন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয়ের তৃষা ঘোষের মাধ্যমিকের উল্লেখ্যোগ্য রেজাল্টের কথা শুনে তার বাড়ি পৌঁছে যান সম্বর্ধনা দিতে। তৃষার এবারের মাধ্যমিকে প্রাপ্ত নন্বর ৬৭৩।

আর তারপরেই ইউসুফ পাঠান কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারকে সঙ্গে নিয়ে মোটরবাইক চালিয়ে হাজির হন কৃতী ছাত্রীর বাড়িতে। বহরমপুর লোকসভা কেন্দ্রের আগামী চতুর্থ দফায় নির্বাচন। হাইভোল্টেজ নির্বাচনে ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার।

Related Articles