বিধ্বংসী আগুনে ভস্মীভূত শ্রমিকদের ছাউনি, তদন্তে পুলিশ
Workers camp destroyed by devastating fire in Patharpratima.

The Truth Of Bengal: পাথরপ্রতিমায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত শ্রমিকদের ছাউনি। স্থানীয়রা এবং শ্রমিকরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও রক্ষা করার সময় হয়নি।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের কুমারপুর এলাকায় জলের ট্যাঙ্ক তৈরি করা এবং জলের পাইপ বসানোর জন্য মুর্শিদাবাদ থেকে ৩৫ জন শ্রমিক এলাকায় প্রায় দুমাস যাবত বসবাস করছেন। সোমবার সকালে হঠাৎ সেই অস্থায়ী শ্রমিক ছাউনিতে দাউদাউ করে আগুন জ্জ্বলতে দেখে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর স্থানীয়রা এবং শ্রমিকরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও রক্ষা করার সময় হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঘরের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র, টাকা পয়সা জামা কাপড় সহ কাজের যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অনুমান, শর্ট-সার্কিট থেকে আগুনটি লেগেছে। তবে ঠিক কী কারনে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।