ধূপগুড়িতে দাঁতাল হাতির তাণ্ডব! বিঘার পর বিঘা আলু খেত তছনছ
জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে কয়েক মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা আলু খেত তছনছ করে দিয়েছে হাতির দলটি।
Truth of Bengal: ফের লোকালয়ে বুনো হাতির হানা। এবার ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা এলাকায় দাঁতালের দলের তাণ্ডবে মাথায় হাত পড়েছে কয়েকশো কৃষকের। গত কয়েকদিন ধরেই এলাকায় হাতির উপদ্রব চললেও, বৃহস্পতিবার সন্ধ্যার পরিস্থিতি ছিল ভয়াবহ। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে কয়েক মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা আলু খেত তছনছ করে দিয়েছে হাতির দলটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অন্ধকার নামতেই জঙ্গলের দিক থেকে একটি বিশাল হাতির পাল গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা কিছু বুঝে ওঠার আগেই দলটির লক্ষ্য হয়ে ওঠে ফসলি জমি। বর্তমানে এলাকায় আলুর মরশুম চলায় বিঘার পর বিঘা জমিতে আলুর ফলন ছিল। কিন্তু হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে সেই ফসল এখন মাটির সাথে মিশে গিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, এই তাণ্ডবের ফলে তাঁরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব।
গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই হাতির দলটি গ্রামের আশেপাশে ঘোরাফেরা করছিল। প্রাণের ঝুঁকি নিয়ে রাত জেগে টর্চের আলো এবং চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। বন দপ্তরের নজরদারি এবং স্থায়ী সমাধানের অভাবে প্রতি বছরই তাঁদের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে।






