নবান্ন অভিযানে নিহত মইদুল ইসলামের বাড়িতে মীনাক্ষী, কেন গেলেন ?
Why did Meenakshi go to the house of Maidul Islam who was killed in Navanna raid?

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : নবান্ন অভিযানে নিহত মইদুল ইসলামের বাড়িতে গেলেন মীনাক্ষী মুখার্জী। এরপর তিনি মইদুলের পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিলেন। মীনাক্ষী জানান, “এই সরকার যতদিন না পাল্টাবে মইদুলরা বিচার পাবে না”।
DYFI এর ডাকে নবান্ন অভিযানে গিয়েছিলেন কোতুলপুর ব্লকের চোরকোলা গ্রামের DYFI নেতা মইদুল ইসলাম। সিপিআইএমের অভিযোগ সেখানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে নিহত হয়েছিলেন মইদুল ইসলাম। তারপরে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের পক্ষ থেকে মইদুলের স্ত্রীকে হোম গার্ডের চাকরিও দেওয়া হয়। তারপর পেরিয়ে গেছে বেশ কয়েকটা বছর। আজ ঈদের আগে এই মইদুল ইসলামের বাড়িতে দেখা গেল DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জিকে। কর্মীদের সাথে নিয়ে মীনাক্ষী মুখার্জী মইদুল ইসলামের চোরকোলার বাড়িতে যায় তার পরিবারের সাথে দেখা করতে। সামনেই ঈদ উৎসব তাদের পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিলেন মীনাক্ষী মুখার্জী। যদিও তার দাবি এ কোন উপহার নয় মইদুলের পরিবার আমাদের পরিবার নিজের পরিবারে কখনো উপহার আনা যায় না। আমরা সারা বছরই মইদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি।
মীনাক্ষীর দাবি রাজ্যে যতদিন না এই সরকারটা পাল্টাচ্ছে ততদিন মইদুলরা বিচার পাবে না। মইদুলতো বিচার চাইতে গিয়েছিল সবার কাজের জন্য তাহলে সেই বিচারটা সবার আগে দরকার। এই বিচার চাইতে গিয়ে মইদুলের মতো আমাদের অসংখ্য কর্মীরা শহীদ হয়েছে।