রাজ্যের খবর

কেন চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হয় ? জানুন এর পেছনে চমকে দেওয়া ইতিহাস

Why chadak puja is performed on Chaitra Sankranti? Know the surprising history behind it

The Truth Of Bengal : কৈলাস বিশ্বস, বাঁকুড়া :  কথায় বলে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বাণরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভ করার প্রার্থনায় বাণরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচগানও করেন তিনি। সেই সময়টা ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকেই এই পুজোর শুরু বলে অনেকে মনে করেন।

চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকো উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু-তিন দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত।

একইভাবে পাত্রসায়ের ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের দামোদর নদীর তীরে প্রত্যন্ত একটি গ্রাম চর গোবিন্দপুরে আনন্দ উৎসবের সাথে শুরু করো উৎসব। দূর দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায় এই চড়ক পুজো দেখতে প্রত্যন্ত এই গ্রামে। গ্রাম্য সূত্রে জানতে পারা যায় এবছর থেকেই এই গ্রামে চড়ক পূজোর যাত্রা শুরু হয়। সন্ন্যাসীরা প্রথমে চরক গাছকে স্নান করিয়ে সিঁন্দুর দিয়ে রাঙিয়ে তোলেন। এরপর শুরু হয় চড়ক পূজো। তারপরেই নদীয়া থেকে আগত বিশেষ একটি দল ভক্তদের মাঝে চড়ক প্রদর্শনী করতে থাকে।

Related Articles