রাজ্যের খবর

প্রথম দফার নির্বাচনে বাংলার কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ? শনিবার বৈঠকে বিশেষ পর্যবেক্ষক

Where are the central forces of Bengal in the first round of elections? Special observers at the meeting on Saturday

The Truth Of Bengal : আগামী ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির লোকসভা আসনে রয়েছে প্রথম দফায় নির্বাচন। কিন্তু তার আগে কোথায় কোন বুথে কত বাহিনী মোতায়েন করা হবে এই সমস্ত সিদ্ধান্ত স্থির করতে শনিবার প্রাথমিকভাবে এক বৈঠকে বসবেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলক সিনহা এবং পুলিশ পর্যবেক্ষক অনিলকুমার শর্মা। ইতিমধ্যে দুজনেই পৌঁছে গিয়েছেন শহরে।

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তবে তার আগে দশই এপ্রিল জেলাশাসকের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত নানান বিষয় নিয়ে বৈঠক করার কথা দুই বিশেষ পর্যবেক্ষকের। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি বুথে ১১২ কোম্পানি বাহিনী লাগবে নিরাপত্তার জন্য। আর ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত রয়েছে ১৭৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তিনটি কেন্দ্রের জন্য তাহলে ৩৩৬ টি কোম্পানির প্রয়োজন। তবে আগামী ১৯ এপ্রিলের আগে এই পরিসংখ্যান কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হয় কিনা তা এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে দুই বিশেষ পর্যবেক্ষকদের ওপর।

এদিকে কমিশন সূত্রে খবর, এই বছরই সমস্ত বুথে প্রথম নির্বাচনী পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত কন্ট্রোলরুমে ভোটের সরাসরি সম্প্রচার চলবে, শুধু তাই নয় এছাড়াও মোতায়েন থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষজ্ঞদের অনুমান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ওয়েবকাস্টিংয়ের ফলে সমস্ত গোলমাল ঠেকানো সম্ভব হবে। তবে এমতাবস্থায় বিশেষ দুই পর্যবেক্ষক এর বৈঠকের পর নির্বাচনে কোন বদল ঘটে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Related Articles