রাজ্যের খবর

Paschim Medinipur: স্বনির্ভরতার পথে ডেবরার সাতকোনার নারীরা

স্বাভাবিকভাবে প্রতিমাসে কার্পেট বুনে আয়ের দিশা দেখছেন তিন গৃহবধূ।

Truth of Bengal: রাজ্যের মহিলাদের হাতের কাজ ভারতজুড়ে কদর পায়। দক্ষতার মাধ্যমে বাংলার নারীরা বিশ্বজয় করছে। পরিসংখ্যান বলছে,এই রাজ্যের  ৩০ শতাংশের ওপর মহিলা নিজের পায়ে দাঁড়ানোর পথ খুঁজে পাচ্ছে। বাংলার ৫০শতাংশ মহিলা। সেই মহিলারাই  স্বনির্ভরতার পাঠ পাচ্ছে প্রশাসনের কর্তাদের থেকে। তার সুফলও পাচ্ছে রাজ্যের মহিলারা। বাংলার সম্পদ কাজে লাগিয়ে বাংলায় সম্পদবান,স্বনির্ভর হওয়ার বড় নজির মিলল ডেবরায়। স্থানীয়রা জানিয়েছেন,কার্পেট বুনেই স্বপ্ন সার্থক করছে ডেবরার পশ্চিম সাতকোনার মহিলারা। এতদিন তাঁদের  কোনভাবে চলতো  দিন, এখন সেই ভাঙা ঘরে চাঁদ ধরার স্বপ্নপূরণ করছেন ডেবরার সুমিত্র সাহু সহ অন্যান্যরা। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারগুলো প্রান্তিক দশা থেকে প্রাণবন্ত জীবনযাপনের দিশা খুঁজে পাচ্ছে। (Paschim Medinipur)

[আরও পড়ুনঃ SIDBI Recruitment: স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?]

আশার আলো দেখাচ্ছে বিশেষ কার্পেট। শুধু বাংলা নয়, কারুকাজে ভরা কার্পেট যাচ্ছে ভিন রাজ্যে। স্বাভাবিকভাবে প্রতিমাসে কার্পেট বুনে আয়ের দিশা দেখছেন তিন গৃহবধূ। কঠিন বাস্তবতার সঙ্গে লড়ে মিলছে আয়। বিশেষ উল দিয়ে তৈরি করছেন কার্পেট। বেশ কয়েকমাস ধরে কার্পেট বানিয়ে দিচ্ছেন। তাদের এক একটি কার্পেট বানাতে সময় লাগে দু’মাস মত। এর থেকে মেলে কয়েক হাজার টাকা। তবে মহাজন মারফৎ বিক্রি হয় লক্ষ টাকারও বেশি দামে।(Paschim Medinipur)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে এখন স্বনির্ভর বেশ কয়েকজন মহিলা। বাড়ির অন্যান্য কাজ সামলে তারা তৈরি করেন কার্পেট। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ডেবরা ব্লকের ধামতোড় এলাকার পশ্চিম সাতকোনা গ্রামের  এই মহিলাদের আর্থিক সহায়তা দেয় প্রশাসন।বাংলার বাড়ি প্রকল্পে বাড়িও পেয়েছেন। স্বরোজগারের মাধ্যমে মহিলাদের  অধিকার প্রতিষ্ঠা করাই লক্ষ্য তাঁদের।

Related Articles