রাজ্যের খবর

রাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ের নয়া বিধিতে অনুমোদন রাজ্যপালের, উপাচার্য জট অব্যাহত ১১ বিশ্ববিদ্যালয়ে

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নয়া বিধিতে নিজস্ব প্রশাসনিক কাঠামো, বিধি-বিধান, সেনেট, সিন্ডিকেট ও কর্মসমিতির বৈঠক-সহ সার্বিক পরিচালন প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ রয়েছে।

Truth of Bengal: রাজ্যের নতুন ন’টি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত নয়া বিধিতে অনুমোদন দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির তরফে নয়া বিধি তৈরি করে আচার্যের কাছে পাঠানো হয়েছিল। সেই বিধিতেই সবুজ সংকেত দিলেন রাজ্যপাল। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নয়া বিধিতে নিজস্ব প্রশাসনিক কাঠামো, বিধি-বিধান, সেনেট, সিন্ডিকেট ও কর্মসমিতির বৈঠক-সহ সার্বিক পরিচালন প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ রয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ের নয়া বিধিতে অনুমোদন মিলেছে, সেগুলি হল,কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টের গঠিত কমিটির মাধ্যমে এই ন’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। নয়া বিধিতে অনুমোদনের ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে।তবে অন্যদিকে রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে জট এখনও কাটেনি। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে সুপ্রিম কোর্ট গঠিত ‘সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি’ এই ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য পছন্দের ক্রমানুসারে তিন জন করে প্রার্থীর নাম সুপারিশ করেছিল। কিন্তু রাজ্যপাল তথা আচার্য ছ’টি ক্ষেত্রে ওই তালিকা নিয়ে আপত্তি জানান।

Related Articles