
The Truth of Bengal: নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি দক্ষিণবঙ্গে। টানা বৃষ্টিতে জল জমায় দুর্ভোগ। কোথাও হাসপাতালে জল, কোথাও রাস্তায় জল। চলতি বর্ষায় প্রথমবার ভারী বৃষ্টি পেল কলকাতা। ভাঙা নদীবাঁধ নিয়ে শঙ্কিত সুন্দরবন সহ উপকূলের একাধিক এলাকা। আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। একদিকে দুর্যোগে ভোগান্তি, অন্যদিকে নিম্নচাপের বৃষ্টিতে হাসি ফুটেছে ধানচাষিদের মুখে। জেলায় জেলায় এবার আমন ধান রোপণে গতি আসবে।
Digha
নিম্নচাপের জেরে দিঘার সমুদ্র উত্তাল। সেইসঙ্গে ব্যাপক জলোচ্ছ্বাস। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল দিঘা মোহনা উপকূল থানার পুলিশ। বুধবার সকাল থেকেই পুলিশের তরফে মাইকিং করে পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়। তবে দিঘার সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে বহু মানুষের সমাগম ঘটে। পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় ভারী বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে। তাই পর্যটকদের সমুদ্রের স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন।
S 24 Parganas
অন্যদিকে, পূর্ণিমার ভরা কোটালের জেরে নদী বাঁধ ছাপিয়ে জল ঢুকল কপিলমুনি আশ্রমের মেলার মাঠ এলাকায়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে উত্তাল গঙ্গাসাগরের সমুদ্র সকাল থেকে শুরু বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া বইছে। ফুলে ফেঁপে উঠছে নদীর জল। নদী বাঁধ উপচে জল ঢুকলো কপিলমুনি আশ্রমের পাশে মেলার মাঠ এলাকায়। গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে পর্যটকদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
Ghatal
শুধু উপকূল নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জল জমেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালে হাসপাতালের ওয়ার্ডে জল ঢুকে পড়ে। মেন বিল্ডিং-এর একতলা জেনারেল ওয়ার্ডে জল থৈথৈ। বেডের ওপরে বসে রোগীরা। জমা জল পেরিয়ে রোগীদের কাছে যেতে হচ্ছে চিকিৎসক থেকে শুরু করে রোগীর পরিজনদের।
Tamluk
একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে এলাকাবাসীরা আতঙ্কে। পরিদর্শনে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়। ব্যাপক বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। নদীর জল বেড়ে যাওয়ার কারণে নদীর পাড়ে বসবাসকারীরা আতঙ্কে ভুগছে। তাম্রলিপ্ত পুরসভার ১৮ নম্বর ১৪ নম্বর এবং ১ নম্বর ওয়ার্ড রূপনারায়ণের নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক বাড়ছে। বুধবার সকালে বেশকিছু এলাকা পরিদর্শন করেন তাম্রলিপ্ত পুরসভার পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়। বেশ কিছু এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেন।
Jhargram
নিম্নচাপের জেরে এদিকে যখন সমুদ্র উত্তাল, তখন ঝাড়গ্রামে চিল্কীগড়ে ডুলুং নদীর জল বাড়ায় চরম সমস্যায় জামবনি ও ঝাড়গ্রামের মানুষ। নদীর জল কজওয়ের ওপর দিয়ে বইছে। প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ। নিম্নচাপের সঙ্গে পূর্ণিমার কোটাল। এই জোরা ফলায় জলস্তর বেড়ে নদী ও সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ফলে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে উপকূলের জেলাগুলিতে। বড় কোনও বিপর্যয় এড়াতে আগে থেকেই তৎপর প্রশাসন। পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।