অডিও ক্লিপের সত্যতা যাচাই, সাংবাদিক বৈঠকে আর কী জানাল পুলিশ?
Verification of the authenticity of the audio clip, what else did the police say at the press conference?

Truth Of Bengal : শুক্রবার প্রকাশ্যে এসেছিল জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক তিনি। সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য এই যুব নেতা। গ্রেফতারির পর তিনি জানান, “নিশ্চয়ই এর পিছনে ষড়যন্ত্র আছে। না হলে, নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের থেকে এ ভাবে দৃষ্টি কেন ঘুরিয়ে দেওয়া হল?”
যে অডিয়ো ভাইরাল হয়েছিল, তার সত্যতা নিয়ে সংশয় নেই। সাংবাদিক বৈঠক করে জানাল বিধাননগর পুলিশ কমিশনারেট। ওই অডিয়োর ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। তাঁর গ্রেফতারির পরই সাংবাদিক বৈঠক করেছে পুলিশ। এদিন বিধাননগর পুলিশ কমিশনারেট জানান, ওই অডিয়োর ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। হালতুর বাসিন্দা ধৃত সঞ্জীব দাস অডিয়োর কথা স্বীকার করে নিয়েছেন। কলতানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। রাজ্য সরকারের বারবার অনুরোধ সত্বেও কর্মবিরতি থেকে পিছু হঠেনি জুনিয়র ডাক্তাররা। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। রাজ্য সরকারের দেওয়া খোলা মনে আলোচনার প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন। আরজি করের চত্বর ছেড়ে এখন আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে স্বাস্থ্য ভবনের সামনে। টানা অবস্থান বিক্ষোভ পরিচালনা করছেন জুনিয়র ডাক্তাররা। অবশ্য শুধু আন্দোলনকারী চিকিৎসকায় নন, তাদের ওই আন্দোলনে যোগ দিতে দেখা গিয়েছে বামপন্থী ও অতি বামপন্থী অনেক পরিচিত মুখকে। বিজেপি সংগঠনের অনেক পরিচিত মুখ কেউ দেখা গিয়েছে জুনিয়র ডাক্তারদের অবস্থানে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে ডাক্তারদের অবস্থান আন্দোলনে তাদের উপস্থিতি কেন? আন্দোলনের শুরু থেকে অনেক রাজনৈতিক নেতাকে দেখে জুনিয়র ডাক্তাররা ‘গো ব্যাক’ আওয়াজ দিয়েছেন।
আবার অনেক রাজনীতির চেনা মুখকে দেখা গিয়েছে তাদের অবস্থানে। অবশ্য জুনিয়র ডাক্তাররা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এরই মধ্যে বিস্ফোরক অডিয়ো প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ওই অডিয়ো সত্যতা যাচাই করেনি আরো খবর। অডিয়োতে দুজনের কথোপকথন শোনা গিয়েছে। এই অডিও প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। অডিয়োতে ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করেছে তৃণমূল। জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত ওই অডিয়োতে শোনা গিয়েছে। অবস্থান মঞ্চে হামলার চক্রান্তের কথা কথোপকথনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। বাম ও অতিবাম নেতার কথোপকথন বলে দাবি কুনাল ঘোষের। এদিন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে বহিরাগতরা কেন প্রবেশ করছেন। কোন অঘটন ঘটলে তার দায় কে নেবে।
রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে এ ধরনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ। নিজেরা অবস্থান মঞ্চে হামলা করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের অবস্থানে রাজনীতির ইঙ্গিত করেছিলেন। এদিন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ওখানে বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে। বিজেপি যুব নেতাদের অবাধ যাতায়াত শুরু হয়েছে। এটা কি বিজেপির পার্টি অফিস? শুধু বিজেপি নয় বাম অতি বাম নেতাদের দেখা যাচ্ছে। কি উদ্দেশ্যে তারা সেখানে যাচ্ছেন সেই প্রশ্ন তোলা হয়েছে।
এই ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জীব দাস। কলকাতার গড়ফা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আরও কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।