রাজ্যের খবর
Trending

উত্তর দিনাজপুরে বিজেপির জেলা সভাপতির পদ ছাড়লেন বাসুদেব সরকার

Vasudev Sarkar resigned from the post of district president of BJP in North Dinajpur

The truth Of Bengal: লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে। ২০১৯ সালে জেতা একাধিক আসন এবার হাতছাড়া হয়েছে বিজেপির। উত্তরবঙ্গের কোচবিহার আসনটিও বিজেপি তৃণমূলের কাছে হারিয়েছে। সেই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের সংগঠনে ভাঙন ধরল। উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার পদ থেকে ইস্তফা দিলেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি।

বাসুদেববাবু ইস্তফাপত্রে লিখেছেন, ‘বিজেপির একজন সাধারন কর্মী হিসাবে আমি থাকতে চাই। পারিবারিক ও ব্যক্তিগত কারণে জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি নিচ্ছি।” জেলা সভাপতির এই অব্যাহতি চাওয়া নিয়ে উত্তর দিনাজপুরে বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। শুধুমাত্র পারিবারিক ও ব্যক্তিগত কারণেই ওই পদ ছাড়ছেন বাসুদেব সরকার উঠছে প্রশ্ন। বিজেপির অন্দরের খবর, দলীয় কোন্দলের শিকার বিজেপির এই নেতা। দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিশেষ করে লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের পর।

নতুন ও পুরনো বিজেপির মধ্যে দ্বন্দ্বের প্রকট রূপ নিয়েছে এই জেলায়। জেলা সভাপতি এই পদত্যাগ নিয়ে অবশ্য মুখ খোলেননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি নিজের সভাপতির প্যাডে এই ইস্তফা পত্র পাঠিয়েছেন রাজ্য সভাপতির কাছে। সূত্রের খবর, বাসুদেব সরকারের পাশাপাশি আরও অনেকেই বিজেপির সক্রিয় রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন বলে খবর।

Related Articles