
The Truth of Bengal: শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলা নিয়ে আবারও অনিশ্চয়তা। বিশ্বভারতীর সঙ্গে শান্তিনিকেতন ট্রাস্টের সংঘাত প্রকাশ্যে। মেলা নিয়ে বিশ্বভারতীর সঙ্গে শান্তিনিকেতন ট্রাস্টের দূরত্ব তৈরি হয়েছে। সূত্রের খবর, বিশ্বভারতীর ইসি মিটিংয়ে সিদ্ধান্ত হয় এবছর ছোট মেলা করার। যেহেতু হাতের সময় কম সে কারণে ছোট মেলার সিদ্ধান্ত হয় ওই মিটিংয়ে। পরিবেশ আদালতের দূষণবিধি মেনে আয়োজিত হবে মেলা। সিদ্ধান্তের বিজ্ঞপ্তির কথা ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দোপাধ্যায় জানিয়েছেন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করে থাকে শান্তিনিকেতন ট্রাস্ট। এই ট্রাস্ট এর সম্পাদক অনিল কোনার জানান এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এমনকি কোন চিঠিও দিয়ে জানায়নি। শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ছোট মেলা করা তাদের পক্ষে সম্ভব নয়। একটা মেলা আয়োজন করতে যে খরচ হয় ছোট মেলা করলে সেই খরচ উঠবে না।
বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। এই মেলা বন্ধ নিয়ে শোরগোল পড়েছিল গোটা রাজ্যে। এ বছর যখন ফের পৌষ মেলার ঐতিহ্য ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় তখন প্রকাশ্যে এলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের মধ্যে মতানৈক্য। এই মতানৈক্য কাটিয়ে শেষ পর্যন্ত মেলা শুরু হয় কিনা সেটা এখন দেখার।