রাজ্যের খবর

টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল বর্ধমান

Tyres burnt in Burdwan, job losers protest

Truth Of Bengal: পিন্টু প্যাটেল,পূর্ব বর্ধমান:  ২০১৬ সালের এসএসসি প্যানেল যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদের চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব বর্ধমান শহরের বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের। তারা সকলে বুধবার  বর্ধমান জেলা শিক্ষা ভবনে তাদের দাবি নিয়ে হাজির হন।  এরপরেই পুলিশ কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় ।

এই ঘটনার পরেই  রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা ।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে আসেন। এবং এই ঘটনায় সকলকে শান্ত করার চেষ্টা করেন পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আসে। সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাসচিবসহ সহ রাজ্য সরকারের নিয়োজিত আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। তিনি আশ্বাস দিয়েছেন সমস্ত যোগ্য শিক্ষা প্রার্থীদের তাদের চাকরি যাতে ফিরে পান সেই দিকে নজর রাখছেন এবং যারা যোগ্য তাদের সকলে স্কুলে যেতেও বলেছেন তিনি। অথচ অনেকে স্কুলে না গিয়েই  বিক্ষোভে সামিল হচ্ছেন ।

কিন্তু  তাদের দাবি  রাজ্যের যে সমস্ত যোগ্য শিক্ষা কর্মীরা রয়েছেন তাঁদের একটাই  অবিলম্বে যোগ্য শিক্ষা প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক । নতুন করে আবার যোগ্য- অযোগ্য নিয়োগ প্রার্থীদের নির্বাচন করা হোক সঠিক ভাবে। আর তাদের দাবি না মানা হলে গোটা রাজ্য সহ জেলায় জেলায় তাদের বিক্ষোভ চলবে।

Related Articles