
Truth Of Bengal: শুক্রবার সাতসকালে পশ্চিম বর্ধমান জেলা থেকে অজয় নদীর পার করে বীরভূমে ঢুকে পড়লো দুটি দলছুট হাতি। দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রামের কাছে দেখা মিলল দুটি দলছুট হাতির। হাতি দুটিকে দেখতে পেয়ে আনন্দের সাথে সাথে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশ ও বনদপ্তর আধিকারিকদেরকে। হাতি দুটি গ্রামের মানুষের তাড়া খেয়ে জয়দেবের দিকে চলে আসে।
পরে বর্ধমান ও বীরভূমের বনদপ্তরের আধিকারিকরা এসে পৌঁছায়। দুটি জেলার বনদপ্তরের আধিকারিকদের তৎপরতায় প্রায় তিন ঘণ্টা পর হাতি দুটিকে ঘুমপাড়ানি গুলি করে আয়ত্তে আনা হয়। ইতিমধ্যে, বর্ধমানের আধিকারিকদের পক্ষ থেকে হাতি দুটিকে ট্রাকে করে বর্ধমানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হাতি দুটি চিকিৎসা করার পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গেছে বর্ধমানের DFO সূত্রে।