আসানসোল চন্দ্রচূড় মন্দিরে নীল পুজো উপলক্ষে দুই দিনের মেলা, ভক্তদের ঢল
Two-day fair on the occasion of Neel Puja at Chandrachud Temple in Asansol, throngs of devotees

Truth Of Bengal: পশ্চিম বর্ধমানের আসানসোল চন্দ্রচূড় মন্দির চত্বরে নীল গাজন উৎসব ঘিরে সৃষ্টি হয়েছে ভক্তদের উপচে পড়া ভিড়। উৎসব উপলক্ষে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে দণ্ডী কাটা, পূজাঅর্চনা ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, দু’দিন ধরে চলবে এই উৎসব ও মেলা।
চন্দ্রচূড় মন্দির চত্বরে বসেছে গ্রামীণ মেলা। মেলার সৌজন্যে মন্দির এলাকা রঙিন ও উৎসবমুখর হয়ে উঠেছে। শুধুমাত্র আসানসোল বা পশ্চিম বর্ধমান নয়, ঝাড়খণ্ড, দুর্গাপুর, এমনকি কলকাতা থেকেও বহু ভক্ত ও দর্শনার্থীরা এসেছেন এই উৎসবের অংশ হতে।
মন্দির কমিটির প্রধান হরেকৃষ্ণ মন্ডল জানিয়েছেন, “প্রতি বছর এই নীল গাজন উপলক্ষে ভক্তদের বিপুল সমাগম হয়, তবে এবছর ভিড় আরও বেশি। ভক্তদের সুবিধার্থে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” কমিটির সদস্য সুজিত মন্ডলও জানান, “সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে পূজা ও অনুষ্ঠান। এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠেছে।”
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নীল গাজনের সময় শিবভক্তরা উপবাস ও দণ্ডী কেটে শিবের আরাধনা করেন সন্তানের মঙ্গল, পরিবারে শান্তি এবং রোগমুক্তির জন্য। এই বিশ্বাসেই হাজার হাজার ভক্ত এসে ভিড় করেছেন আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে, যা পুরো এলাকাকে প্রাণবন্ত করে তুলেছে।