রাজ্যের খবর

ঝাড়গ্রামে দলছুট দাঁতাল হাতির, আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামে

Tusk elephant ran rampant in the village

The Truth of Bengal: ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের হাড়িভাঙ্গা এলাকায় দিনেদুপুরে দলছুট দাঁতালের তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই চাষের জমি সহ গ্রামে তান্ডব চালালো দাঁতাল হাতি। হাতিটির আক্রমণে বেশ কয়েকটি ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে।

ঝাড়গ্রামে দলছুট দাঁতালের তাণ্ডব স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রতিনিয়ত চলে আসছে হাতির দল। এতে করে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। বনদপ্তরকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে হাতি তাড়ানোর চেষ্টা করে।

তবে হাতিটিকে তাড়ানো সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, বনদপ্তরকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। হাতির তাড়ানোর জন্য একটি স্থায়ী ব্যবস্থা করা দরকার। বনদপ্তরের আধিকারিকরা জানান, হাতিটিকে তাড়ানোর জন্য চেষ্টা চলছে। তবে হাতিটিকে তাড়ানো সহজ নয়।

Related Articles