
Truth Of Bengal: চন্দননগর স্টেশন থেকে ২১ টি কচ্ছপ উদ্ধার। GRP-র হাতে আটক এক মহিলা। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শেওড়াফুলি GRP চন্দননগর স্টেশনে অভিযান চালায়। সেখানে স্টেশন সংলগ্ন মাছ বাজারে অভিযান চালাতেই এক মহিলার ব্যাগ থেকে কচ্ছপ উদ্ধার হয়। জানা গেছে, বেআইনিভাবে কচ্ছপ বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে মহিলার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে জিআরপি।
চন্দননগরে উদ্ধার কচ্ছপ, আটক মহিলা pic.twitter.com/5GZNPk4w5j
— TOB DIGITAL (@DigitalTob) January 6, 2025
জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন কচ্ছপগুলিকে বিহার থেকে খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল। এরপর দুন এক্সপ্রেস চন্দননগরে থামতেই ট্রেন থেকে নামেন এক মহিলা। আরও জানা যায়, ওই মহিলা দুন এক্সপ্রেস থেকে নেমে লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন। ওই মহিলার গন্তব্য ছিল লিলুয়া কিংবা হাওড়া। সেখানকার কোনও বাজারে কচ্ছপগুলি বিক্রির পরিকল্পনাও ছিল তার। তবে ওই মহিলার সাথে আর কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।