
The Truth of Bengal: পূর্ব বর্ধমান জেলার ১০ নং ওয়ার্ডের অফিসার্স কলনী এলাকায় গতকাল মধ্য রাতে পুরোনো শত্রুতার জেরে তৃণমূল কর্মী শুভাশীষ মহন্তকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যক্তি শঙ্কর ঘোষালের বিরুদ্ধে।
মৃত যুবকের নাম শুভাশীষ মহন্ত ওরফে কার্তিক। বয়স ৪৩ বছর। মৃতর মা মন্দিরা মহন্ত বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন শুভাশীষ। তিনি মানুষের সব সময় উপকার করতেন, কারো সাথে কোন খারাপ ব্যবহার করতেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভাশীষ অফিসার্স কলনীতে বহু দিন বাসিন্দা। গতকাল বাড়ি ফেরার সময় শঙ্কর ঘোষাল তাকে মাথায় বড়ো রড দিয়ে মারে। হাতের কাজের শিরা কেটে দেয়। কানে রড ঢুকিয়ে দেয়। স্থানীয় এক টোটো চালক তাকে হাসপাতালে নিয়ে যায়।
শঙ্কর ঘোষালের সাথে পুরোনো কোনো শত্রুতা ছিলো বলে জানান মন্দিরা মহন্ত। টোটো চালক সুরজিত ব্যানার্জী বলেন, ধর্মরাজ রুটির দোকান থেকে রুটি নিয়ে যাবার সময় দেখি মাটিতে পরে রয়েছে কার্তিক। তাকে জিজ্ঞাসা করতে সে বলে শঙ্কর ঘোষাল তাকে রড দিয়ে মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়। এবং পরে বর্ধমান হাসপাতালে নিয়ে এলে সেখানে ডাক্তারা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান সদর থানার পুলিশ। যদিও এর পেছনে কোন রাজনৈতিক রঙ আছে কিনা তা কিন্তু পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে, শঙ্কর ঘোষালকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।