রাজ্যের খবর
Trending

চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় সোচ্চার তৃণমূল কংগ্রেস, বৃহস্পতিবার সময় দিলেন রাজ্যপাল

Trinamool Congress speaks out over the death of a child in Chopra

Bangla Jago Desk : চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় সোচ্চার তৃণমূল কংগ্রেস। বিএসএফের গাফিলতিতে ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ওই শিশুদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী শশী পাঁজা। রাজ্যের আর এক মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের উপর লাগাতার অত্যাচার চলছে। সীমান্তের ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ তাদের কার্যকলাপ চালাতে পারে এই আইন গ্রহনের পর থেকে অত্যাচার বাড়ছে। সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের গরু পাচারকারী বলে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।

এই চারটি শিশুর মৃত্যুর পর কেন এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হলো না, প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। তার প্রশ্ন রাজ্যে যে কোন ঘটনা ঘটলে এ রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তথ্য পাঠান। তাহলে চোপড়া নিয়ে কেন এখনএখনও কোনো তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছালো না ? কেন এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন বক্তব্য রাখলেন না? প্রশ্ন তুললেন ব্রাত্য বসু। এই ঘটনাই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ১২ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছে। তৃণমূলের এই প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন ব্রাত্য বসু, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রতিমা মন্ডল, উদয়ন গুহ, দোলা সেন, বীরবাহা হাঁসদা সহ অন্যান্যরা। রাজ্যপালের কাছে তাঁরা সময় চেয়েছিলেন। আগামী বৃহস্পতিবার রাজ্যপাল সময় দিয়েছেন এই প্রতিনিধি দলকে। তৃণমূলের অন্যতম নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগেই প্রশ্ন তুলেছিলেন, রাজ্যপাল সন্দেশখালি ছুটে গেলেন, কেন চোপড়ায় গেলেন না। বিজেপি নেতারা সময়সীমা বেঁধে দিচ্ছেন তার মধ্যে রাজ্যপাল ছুটে যাচ্ছেন সন্দেশখালিতে। আর চোপড়ায় এত বড় ঘটনার পরও কেন রাজ্যপাল নির্বাক হয়েছেন, প্রশ্ন তৃণমূলের।

 

FREE ACCESS

Related Articles