চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী, কেমন আছে জিনাত?
Tigress overcomes fourth sleeper shot, how is Zeenat?

Truth Of Bengal: চতুর্থবারের ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী। লাগাতার ডোরাকাটা জঙ্গলে সাফারি অভিযান। পর পর একাধিক গুলি নিক্ষেপ করা হলেও কাবু করা যাচ্ছিল না বাঘিনীকে। বাঁকুড়ার গোঁসাইডিহিতে তল্লাশি অভিযান করে সাফল্য পায় বন দফতর। শনিবার তাকে লক্ষ করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, কিন্তু কোন লাভ হয়নি। বন দফতরের জালে অবশেষে ধরা পড়ল বাঘিনী। রবিবার দুপুর ৩.৫৮ মিনিট নাগাদ জিনাতকে চতুর্থবারের ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বন দফতর। জঙ্গলমহলের সফর শেষে বাঘ বন্দী বাঘিনী। বাঘিনীর সুস্থ আছে বলে বনদপ্তর সূত্রে খবর।
প্রসঙ্গত, ক্রমশই দু:সাধ্য হয়ে উঠেছিল চতুর বাঘিনি জিনাতকে ধরা। রাতে দু’দুবার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে কাবু করতে ব্যর্থ হয়েছে বন দফতর। যার জেরে এখনও তাকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে পাঠানোর পরিকল্পনা অধরা।
শনিবার ভোরে পুরুলিয়ার থেকে বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনি। তারপর শনিবার বেলা দশটা থেকে জিনাতকে কাবু করতে মরিয়া চেষ্টা করে বন দফতরের। বেলা তিনটা নাগাদ তাকে দেখে একবার ঘুমপাড়ানি গুলি ছোঁড়ে বন দফতর। কিন্তু সেই গুলি তার শরীরে লেগেছিল কিনা তা নিশ্চিত জানা যায়নি।
এরপর রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয় চেষ্টা চালানো। জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গলের চারিদিকে আগুন জ্বেলে রাতভর পাহারা দেওয়া হয় বাঘিনিকে। সূত্রের খবর রাত ১.২০ ও ভোর ৩ টা নাগাদ পর পর দু’দুবার বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয় তা লক্ষ্যভেদও করে। কিন্তু ঘুমপাড়ানি গুলির তেমন প্রভাব পড়েনি বাঘিনির উপর। সাময়িকের জন্য ঝিমিয়ে পড়লেও তাকে খাঁচাবন্দী করার আগেই সে চাঙ্গা হয়ে যায়। কিন্তু এবার অবশেষে ধরা পড়ল বাঘিনী।