রাজ্যের খবর

চা পানের সঙ্গে মিলবে আমের স্বাদ, বাজারে এল নতুন ধরনের চা

The taste of mango will match with drinking tea

The Truth of Bengal: চা পান করতে করতে মিলবে আমের স্বাদ। আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা-বাগান কর্তৃপক্ষ নিজস্ব টি লাউঞ্জে ‘ম্যাঙ্গো টি’ নামে নতুন এই চা উপহার দিল পর্যটকদের জন্য। কেজি প্রতি সাড়ে পাঁচ হাজার টাকা দামে যে কেউ কিনতে পারবেন এই চা। চা-প্রেমী ও পর্যটকদের কাছে নতুন ধরনের এই চা জনপ্রিয় হবে বলে মনে করছে বাগান কর্তৃপক্ষ।

পর্যটকদের জন্য দারুণ সুখবর। এখন থেকে আমের স্বাদ এবং চা-পাতার স্বাদ দুটোই একসঙ্গে নিতে পারবে পর্যটকরা। পর্যটকদের কথা মাথায় রেখে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা-বাগান কর্তৃপক্ষ নিজস্ব টি লাউঞ্জে ‘ম্যাঙ্গো টি’ নামে নতুন এই চা বাজারে লঞ্চ করল। এর আগে এই চা-বাগান কর্তৃপক্ষ ব্লু টি, হোয়াইট টি, রোজ টি, গ্রিন টি, মুনলাইট টি বাজারে এনেসাড়া ফেলে দিয়েছিল। এবার আনল ‘ম্যাঙ্গো টি’। যা আগের মতোই চা প্রেমীদের কাছে সাডা ফেলবে বলে মনে করছে বাগান কর্তৃপক্ষ। এর আগে এই চা-বাগান কর্তৃপক্ষ চা-পাতারও ফুলের পকোড়া তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। এরপর গরমের মরসুমে পর্যটকদের আমের স্বাদ দিতেই এই চা-পাতা বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ।

এতদিনে পর অবশেষে সেই চেষ্টা সফল হল। চা-বাগান কর্তৃপক্ষ নিজস্ব টি লাউঞ্জে ‘ম্যাঙ্গো টি’ চালু করে দিল। এই খবর ছড়িয়ে পড়তেই বাগানের নিজস্ব ‘টি লাউঞ্জ’ স্টলে ভিড় জমান পর্যটকরা। চাইলেই এখান থেকে চা কিনে নিয়ে যাওয়া যাবে। জানা গিয়েছে এই চায়ের মূল্য কেজি প্রতি সাড়ে পাঁচ হাজার টাকা। মাঝেরডাবড়ি চা-বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, নতুন এই চা পর্যটকদের ভাল লাগবে। সাধারণ চা প্রেমীরাও পছন্দ করবেন। এর আগে নিত্য নতুন ধরনের চা তৈরি করে নজর কাড়া এই বাগান এবার আনল ‘ম্যাঙ্গো টি’। দাম একটু বেশি হলেও নতুন ফ্লেভারের এই চা বাজার দখল করবে বলে মনে করছে চা-বাগান কর্তৃপক্ষ।

Related Articles