উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার সূচনা…
The road was started at a cost of about 1 crore 25 lakhs with the help of the North Bengal Development Department.

The Truth Of Bengal: এলাকার মানুষের অনেক দিনের দাবি ছিল পাকা রাস্তার। আগের আমলের সরকার মানুষের সেই দাবি পূরণ করেনি। অবশেষে মানুষের সেই দাবি পূরণ করল রাজ্যের বর্তমান সরকার। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাতিলাভাষা এলাকায় তৈরি হতে চলেছে পেপার ব্লক রাস্তার কাজ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হচ্ছে। সূচনা করেছেন বিধায়ক।
পাকা রাস্তা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল এলাকার মানুষকে। এলাকার মানুষের অনেক দিনের দাবি ছিল পাকা রাস্তার। আগের আমলের সরকার মানুষের সেই দাবি পূরণ করেনি। অবশেষে মানুষের সেই দাবি পূরণ করল রাজ্যের বর্তমান সরকার। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাতিলাভাষা এলাকায় তৈরি হতে চলেছে পেপার ব্লক রাস্তার কাজ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হচ্ছে। এক কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এবিষয়ে বিধায়ক জানান, এলাকার এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এলাকার মানুষের এই রাস্তার দাবি ছিল পাকা রাস্তা করার। সেই কাজ শুরু হতে চলছে। এবার দুর্ভোগ মিটবে এলাকার মানুষের।
দীর্ঘদিন এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে ছিল। তাই মানুষের চলাফেরায় অসুবিধা হতো খুব। সেই জন্য বারবার দাবি ওঠে পাকা রাস্তার। অবশেষে মানুষের সেই দাবি পূরণ করল রাজ্যের সরকার। এবার ভোগান্তি দূর হতে চলেছে এলাকার মানুষের।