মহিলা বাসযাত্রীর পকেটমারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পকেটমার
The pickpocket was caught red-handed while pickpocketing a female bus passenger

The Truth Of Bengal : উত্তর দিনাজপুর : সুব্রত বিশ্বাস : বাংলায় এক মহিলা বাসযাত্রীর থেকে পকেটমারি করতে গিয়ে ধৃত বিহারের দুই মহিলা পকেটমার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সরকারি বাসে পকেটমারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই মহিলা পকেটমার। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌর বাস টার্মিনাসে ঘটে। পাশাপাশি ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় প্রতিনিয়ত ব্যাপক চুরির অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অভিযোগ, শিলিগুড়িগামি একটি সরকারি বাসে শিলিগুড়ি যাওয়ার জন্য চড়েছিলেন ইসলামপুরের শান্তিনগর এলাকার এক বাসিন্দা শিপ্রা ভৌমিক। সেই বাসেই শিপ্রাদেবীর পাশের সিটে বসে অভিযুক্ত মহিলা। আচমকাই শিপ্রাদেবীর ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে হাতেনাতে ধরা পরে ওই মহিলা। অভিযুক্ত মহিলার সাথে এক গর্ভবতী মহিলাও ছিলেন। বিহারের কিশনগঞ্জ থেকে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় বাচ্চার চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন অভিযুক্ত দুই মহিলা। স্থানীয় জনতা ইসলামপুর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ইসলামপুর বাস টার্মিনাস থেকে অভিযুক্ত দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।