রাজ্যের খবর

দুর্ঘটনাগ্রস্থ সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীদের নিয়ে শিয়ালদহ এল মধ্যরাতে

The Kanchenjunga Express reached Sealdah in the middle of the night with the passengers of the accident

The Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় : মঙ্গলবার ভোর রাত ৩:১৬। 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি সোমবার সকালে রাঙাপানি স্টেশনের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই ট্রেনে র অক্ষত অংশ যাত্রীদের নিয়ে পৌঁছালো শিয়ালদহ স্টেশনে।

শিয়ালদহে আগত যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম, মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, পরিবহন সচিব ডক্টর সৌমিত্র মোহন, পরিবহন মন্ত্রী র একান্ত সচিব ডক্টর সুজয় শিকদার সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা। রেলের পক্ষ থেকে যাত্রীদের খাবার এবং জল তুলে দেয়া হয়। মেডিকেল বুথে চিকিৎসকরা ছিলেন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য।

ট্রেনে আগত যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থার তদারকি করেন কোলকাতার মেয়র তথা পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহন সচিব ডঃ সৌমিত্র মোহন ।

পরিবহন দপ্তর , শিয়ালদহ স্টেশনে পর্যাপ্ত সংখ্যক স্পেশাল বাস ও ছোট গাড়ির ব্যবস্থা করে ঐ ট্রেনে মধ্যরাতে আগত যাত্রীদের বিভিন্ন গন্তব্যে বাড়ি ফেরার সুবিধার জন্য।

রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য চলতি ট্রেন আসার পথে সমস্ত স্টেশনে চিকিৎসা এবং খাবারের ব্যবস্থা করা হয়।
রেলের ও রাজ্য সরকারের এই ব্যবস্থায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।

Related Articles