রাজ্যের খবর

“মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের মাঠ খেলাধুলা ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না” : ড. সত্যরঞ্জন ঘোষ

"The field of Medinipur College and Collegiate School cannot be used for any purpose other than sports" : Dr. Satyaranjan Ghosh

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর কলেজ স্বশাসিত- ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সত্যরঞ্জন ঘোষ জানিয়েছেন, “মাঠের উপর সরকার বা প্রশাসনের কোনো অধিকার নেই। খেলাধুলা ছাড়া অন্য কোনও কাজে এই মাঠ ব্যবহার করা যাবেনা। কোনও রাজনৈতিক অনুষ্ঠান বা মেলা প্রভৃতির জন্য সরকার বা প্রশাসন এই মাঠ আর ব্যবহার করতে পারবেন না।”

শনিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সত্যরঞ্জন ঘোষ আরও বলেন গত ২৭শে মার্চ ২০২৪ মেদিনীপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের প্রক্ষে রায়দান করেছেন। তাঁর সংযোজন, “রায় পাওয়ার পরে আমরা আদালতের নির্দেশ মেনে হাঁটতে চলেছি। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলে মাঠের অধিকার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকছে মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল-র হাতেই। শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে কলেজ ও কলেজিয়েট স্কুল-র কর্তৃপক্ষ অনুমতি নিয়ে ব্যবহার করতে পারবে।

এদিন বিকেলেকলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের আইনজীবী কুশল মিশ্র একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। আদালতের সাম্প্রতিক নির্দেশনামা আছে যে এই মাঠ ব্যবহারের জন্য আগে যেমন কলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হতো। এখন থেকে আবারও সেই নিয়ম প্রযোজ্য হবে। তবে, খেলাধুলা ছাড়া অন্য কোনও কাজে এই মাঠ ব্যবহার করা যাবেনা। যদি এর অন্যথা হয়,তাহলে পুনরায় উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য।

Related Articles