কলকাতারাজ্যের খবর

প্রকাশিত হলে খসড়া ভোটার তালিকা, আপনার নাম বাদ পড়ল কি? দেখে নিন ওয়েবসাইটে

এ তালিকা দেখতে বা যাচাই করতে চাইলে লগইন করতে হবে ceowestbengal.wb.gov.in/asd_sir এই ওয়েবসাইটে।

Truth Of Bengal: মাসখানেকের উৎকণ্ঠার পর অবশেষে সামনে এসেছে SIR খসড়া ভোটার তালিকা। SIR-এ কার নাম থাকছে এবং কার নাম বাদ গেল— এই সন্দেহের অবসান ঘটাবে খসড়া ভোটার তালিকা।

খসড়া তালিকায় কাদের নাম আছে এবং কাদের নাম বাদ গেছে, তা প্রকাশিত হয়েছে রাজ্যের কমিশনের ওয়েবসাইটে। মঙ্গলবার সকালে কমিশন নাম বাদের তালিকা প্রকাশ করে। এ তালিকা দেখতে বা যাচাই করতে চাইলে লগইন করতে হবে ceowestbengal.wb.gov.in/asd_sir এই ওয়েবসাইটে। এখানে ভোটার তালিকা থেকে নিজের বা আত্মীয়দের নাম বাদ পড়েছে কি না তা জানা যাবে।

নাম বাদের তালিকায় রাজ্যের প্রতিটি বিধানসভা এবং বুথভিত্তিক কতজন ভোটারের নাম বাদ পড়েছে, তার বিস্তারিত তথ্যও রয়েছে। ওয়েবসাইট থেকে সহজেই এই তালিকা ডাউনলোড করা সম্ভব।

এছাড়াও খসড়ায় কাদের নাম রইল, তার তালিকাও প্রকাশ করেছে কমিশন। খসড়া ভোটার তালিকা দেখতে চাইলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/ বা https://ceowestbengal.wb.gov.in/ থেকে প্রবেশ করতে হবে।

Related Articles