রাজ্যের খবর

রাখি তৈরি করে লক্ষ্ণীলাভ করতে চান নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আবাসিক প্রতিবন্ধীরা

The disabled residents of Nimtauri Tamluk Development Association want to earn money by making rakhi

The Truth of Bengal: সোমবার  রাখি বন্ধন উত্সব।তাই রাখি তৈরি করে লক্ষ্ণীলাভ করতে চান নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আবাসিক প্রতিবন্ধীরা।পরিবেশবান্ধব পাটের রাখি তৈরি করে তাঁরা তাক লাগিয়ে দিচ্ছেন। প্রতিবন্ধীদের কারুকাজ করা রাখির এখন বাজারে চাহিদা বেড়েছে।হরেক রকমের রাখি তাঁরা উপহার দিতে চান এবারও। নতুন উদ্যমে আবাসিকরা এখন রাখি তৈরির কাজে এগিয়ে এসেছেন।

সোমবার রাখি বন্ধন উত্সব।বঙ্গভঙ্গকে ধিক্কার জানিয়ে রবীন্দ্রনাথ যে রাখিবন্ধন উত্সব পালন করেন তাই এখন বাঙালির অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের অনুষ্ঠান হয়ে উঠেছে।এবারও রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে।বিভাজনকামীদের চক্রান্ত খারিজ করতে রাজ্যবাসী এককাট্টা,ঐক্যবদ্ধ। এবার শান্তিও সম্প্রীতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে রাজ্যে নতুন উদ্যমে রাখি বন্ধন উত্সবের প্রস্তুতি চলছে।

যারজন্য রাখির অর্ডার বাড়েছে।সামাজিক সংহতির প্রতি অঙ্গীকার বজায় রাখতে নানান রংয়ের রাখি অর্ডার দিচ্ছেন ক্রেতারা।সেইমতো রাখি তৈরির আলাদা উদ্যোগ দেখা যাচ্ছে।অন্যান্য সামাজিক সংগঠনের মতোই নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির প্রতিবন্ধী আবাসিকরা নতুন উদ্যমে পাটের রাখি তৈরিতে উদ্যোগী হয়েছে। উদ্যোগীরা পরিবেশ বান্ধব পাটকে কাজে লাগিয়ে নানা রকমের রাখী প্রস্তুত করতে ব্যস্ত। পাটের রাখী তৈরি করে আবাসিকরা স্বনির্ভরও হচ্ছে।

হোমের আবাসিক প্রতিবন্ধীরা বার্তা দিচ্ছেন, রাখীতে বাংলা ভাগ চাই না। একইসঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ, পরিবেশ রক্ষায় জলসংরক্ষণের মত বিষয়গুলিকে রাখিতে ফুটিয়ে তুলেছেন  স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যাওয়া শিল্পীরাও।শারদীয়ার আগাম শুভেচ্ছাও ফুটিয়ে তোলা হয়েছে পাটের রাখিতে। কেউ বিশেষভাবে সক্ষম। কেউ আবার দৃষ্টিহীন। কারোর দৈহিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটেনি। আবার এমনও কেউ কেউ এখানে আছেন, যাঁদের দুটো হাতের একটাও নেই।

নিজের পা -কে সম্বল করে মনের জোরেই তিনিও কাজ করে চলেছেন। পাট থেকে রাখি তৈরির মাধ্যমে একদিকে যেমন সামাজিক বার্তা ছড়িয়ে দেওযা হচ্ছে তেমনই আবার অন্যদিকে বিশেষভাবে সক্ষমরা কর্মসংস্থানের সুযোগও যে পাচ্ছে তা বেশ লক্ষ্যণীয়।এখনও পর্যন্ত এখানে কয়েক হাজার রাখী তৈরী হয়েছে। সামনে আর কয়েকটা দিন তারপরই রাখী বন্ধন উৎসব। ফলে রাখী তৈরির কাকাজে ব্যস্ত  সোনিয়া, পম্পা, মালেখা, মারিয়া, মার্জিনারা।  সৌভাতৃত্ববোধ আর সম্প্রতির উৎসব উদযাপনের জোরদার প্রস্তুতি চলছে নিমতৌড়ির এই আবাসিক হোমে। এভাবে রাখি তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে হোমের প্রতিবন্ধী আবাসিকেরা।

Related Articles