রাজ্যের খবর

ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের, পরিবারে শোকের ছায়া

The death of a young man falls from the roof, the shadow of grief in the family

Truth Of Bengal: পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু হলো যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর সরকার পাড়ায়।

জানা যায়, শনিবার রাতে সুব্রত দাস নামে এক যুবকের বাড়িতে তিন বন্ধু ও তাদের পরিবার মিলে পিকনিকের আয়োজন করেছিল। সেই সময় আচমকাই ছাদ থেকে পড়ে যান সুদীপ দেব নামে এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরপর তাকে তড়িঘড়ি তার বন্ধুরা চাঁদপাড়া গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে হাবড়া হসপিটালে নিয়ে গেলে, ডাক্তার সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় সুদীপের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  পিকনিক চলাকালীন ছাদ থেকে কি ভাবে পড়ে গেলেন সুদীপ এই নিয়ে পরিবারের মধ্যে বাঁধছে রহস্যের দানা।

যদিও এই বিষয় সুব্রত দাসের পরিবারের কাছে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি হননি। তবে এই  নিয়েও তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

Related Articles