রাজ্যের খবর

বোমা নিষ্ক্রিয় করল প্রশাসন, স্বস্তিতে এলাকাবাসী

The administration defused the bomb, the residents are relieved

The Truth Of Bengal, East Burdwan: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রামের মাঝিনা মাঠে দুটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করেছিল 29শে ফেব্রুয়ারি পুলিশ। এরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে রাখে তারা।

এদিকে কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করছিল কেতুগ্রাম থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর দেওয়া হয়েছিল দুর্গাপুর বম্ব স্কোয়াডকে। রবিবার বোমাগুলিকে ফাটানো হলো। ওখানে উপস্থিত ছিল ফায়ার ব্রিগেড মেডিকেল টিম ও প্রচুর পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল।

প্রসঙ্গত, বোমা উদ্ধারের ঘটনা কেতুগ্রামে নতুন কিছু নয়। গত (29 ফেব্রুয়ারি) কেতুগ্রামে বোমা উদ্ধার হয়। এরপর থেকে উদ্ধার হয় মাঝিনা সীমান্তবর্তী এলাকা বোমা উদ্ধার হয়। সেই বোমাগুলিও নিষ্কৃয় করে বম্ব স্কোর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কেতুগ্রাম বিধানসভা জুড়ে।

FREE ACCESS

Related Articles