একাধিক অনিয়মের অভিযোগে গেট মিটিং চা বাগানের শ্রমিকদের
Tea garden workers hold gate meeting over allegations of multiple irregularities

Truth Of Bengal: জলপাইগুড়ির ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানে একাধিক ইস্যুতে বিক্ষোভে সরব হলেন বিজেপি ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন (বিটিডাবলুইউ)। সোমবার সকালে মাটিয়ালি ব্লকের এই চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে প্রায় এক ঘণ্টা ধরে চলে ‘গেট মিটিং’।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফের টাকা নিয়মমতো জমা করছে না, গ্রাচুইটি বাবদ পাওনা টাকা সময়মতো দেওয়া হচ্ছে না। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা।
বিশেষ অভিযোগ উঠেছে বাগানের ক্রেশ হাউসে নিয়োগ সংক্রান্ত অনিয়ম নিয়ে। এছাড়া ওই নিয়োগের বিরোধিতা করায় বাগানের ৯ জন শ্রমিকের নামে মিথ্যে মামলা করা হয়েছে বলেও অভিযোগ তোলে সংগঠন।
গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন, বিটিডাবলুইউয়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গণেশ চিক বড়ইক, বিজেপির মেটেলি আপার মন্ডল সভাপতি অমিত ছেত্রী, এবং এনি ওরাওঁ – সহ আরও অনেকে। ঘণ্টা খানেকের বিক্ষোভ শেষে শ্রমিকরা কাজে ফিরে যান, তবে ভবিষ্যতে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।