রাজ্যের খবর

নবরূপে তৈরি হচ্ছে টাকি রোড, দ্রুত কাজ শেষ করার দাবি

Taki Road is being newly constructed

The Truth of Bengal: সংস্কার শুরু হল টাকি রোড অর্থাৎ ২ নম্বর রাজ্য সড়কে। বসিরহাট ত্রিমোহিনী থেকে হাসনাবাদ বনবিবি সেতু পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা সংস্কারের বরাদ্দ হয়েছে ৩১ কোটি টাকা। একদিন জল জমে রাস্তা খারাপ হয়ে যেত। সেই রাস্তা যাতে দীর্ঘস্থায়ী হয় তারজন্য পেপার ব্লকের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পিচের রাস্তা নতুনভাবে সংস্কার করা হচ্ছে। সময় লাগবে প্রায় দু’মাস। এই রাস্তা বসিরহাটবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ঘোজাডাঙা সীমান্ত। অন্যদিকে সুন্দরবনের পাশাপাশি টাকি পর্যটন কেন্দ্রে সংযোগকারী এই টাকি রোড। রাস্তার কাজ হওয়ায় সমস্যায় পড়েছে লক্ষাধিক মানুষ। যান চলাচলে সমস্যা হওয়ায় বসিরহাট স্বাস্থ্যজেলা হাসপাতাল, টাকি পর্যটন কেন্দ্র সহ একাধিক জায়গায় যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সবাই চাইছেন দ্রুত কাজ শেষ হোক।

এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার শুরু হওয়ায় ভোগান্তি বেড়েছে মানুষের। তবে পাকাপাকি সমাধানের আশায় আপাতত সেই কষ্ট তাঁরা সহ্য করতে চান। গরমের আগেই রাস্তার কাজ শেষ হবে বলে জানালেন বসিরহাটের দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়।

রাস্তার কাজ ধীর গতিতে হচ্ছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। ফলে একদিকে সুন্দরবন অন্যদিকে টাকি পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছতে দেরি হচ্ছে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের। তাই সবাই চাইছেন, দ্রুত শেষ করা হোক রাস্তার কাজ।

Related Articles